TRENDING:

Kharagpur IIT Course: স্বল্পমেয়াদি কোর্স করাবে আইআইটি! আসন সীমিত... কবে হবে, কত টাকা লাগবে, বিশদে জানুন

Last Updated:

Kharagpur IIT Course: আইআইটি খড়্গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আগামী ২৩-২৫ জুন এই সার্টিফিকেট কোর্স করানো হবে। সীমিত আসনে কোর্স করার জন্য ইতিমধ্যে আবেদন গ্রহণ করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: অ্যাডভান্স স্ট্যাটিসটিকাল মেথড অ্যান্ড মেশিন লার্নিং ইন হাইড্রোলজিক্যাল স্টাডিজ আন্ডার ক্লাইমেট চেঞ্জ বিষয়ে স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্স করাতে চলছে আইআইটি খড়্গপুর। ইতিমধ্যে এই বিষয়ের উপর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জলবিদ্যুৎ প্রক্রিয়া বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ উন্নত পরিসংখ্যানগত কৌশলগুলির একটি বিস্তৃত পরিচিতি প্রদান করা, বিশেষ করে পরিবর্তনশীল জলবায়ুর উপর ভিত্তি করে এবং মেশিন লার্নিংয়ের বিষয়ে ধারণা দেওয়া এই কোর্স এর উদ্দেশ্য। আইআইটি খড়্গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আগামী ২৩-২৫ জুন এই সার্টিফিকেট কোর্স করানো হবে। সীমিত আসনে কোর্স করার জন্য ইতিমধ্যে আবেদন গ্রহণ করা হচ্ছে।
আইআইটি খড়গপুর 
আইআইটি খড়গপুর 
advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সংক্ষিপ্ত কোর্সের লক্ষ্য হল মৌলিক পরিসংখ্যানগত ধারণাগুলির সাথে, কোর্সটি প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস (PCA), তত্ত্বাবধানে থাকা PCA, ক্যানোনিকাল কোরিলেশন অ্যানালাইসিস, অভিজ্ঞতামূলক অর্থোগোনাল ফাংশন (EOF), ভ্যারিয়েন্স বিশ্লেষণ (ANOVA), এবং কোপুলাভিত্তিক মডেলিংয়ের মতো বহুমুখী কৌশলগুলিতে পরিচালিত হয়। এতে জলবায়ু মডেলিং এবং জলবায়ু পরিবর্তন বিজ্ঞানের একটি সংক্ষিপ্তসারও অন্তর্ভুক্ত রয়েছে – এর চালিকাশক্তি, প্রবণতা এবং সম্ভাব্য প্রভাব। অংশগ্রহণকারীরা MATLAB ব্যবহার করে জলবায়ু তথ্য অর্জন, প্রাক-প্রক্রিয়াকরণ এবং আলোচিত কৌশলগুলির বাস্তবায়নের জন্য হাতে-কলমে সেশনে অংশগ্রহণ করবেন। কোর্সটিতে জল সম্পদের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সাম্প্রতিক কিছু গবেষণা থেকে অন্তর্দৃষ্টিও রয়েছে।

advertisement

স্নাতকোত্তর শিক্ষার্থী, গবেষক এবং পেশাদারদের জন্য তৈরি এই কোর্সটির লক্ষ্য বাস্তব-বিশ্বের জলবায়ু ডেটাসেটে পরিসংখ্যানগত এবং মেশিন লার্নিংয়ে কৌশল প্রয়োগে ব্যবহারিক দক্ষতা তৈরি করা। তিন দিন আইআইটি খড়্গপুর থেকে এই কোর্স করতে পারবেন আবেদনকারীরা। সেক্ষেত্রে আইআইটি খড়গপুরের ছাত্রছাত্রীদের জন্য তিন হাজার টাকা এবং অন্যদের জন্য ১৫ হাজার টাকা এবং ২০হাজার টাকা। অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে।

advertisement

View More

আইআইটি খড়গপুরের অনলাইন প্রোগ্রাম রেজিস্ট্রেশন পোর্টাল থাকে সাইন আপ করতে হবে।এরপর একাধিক পদক্ষেপে আবেদন জানাতে হবে। সেমিনারের শেষে সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।থিওরি এবং গবেষণা সংক্রান্ত বিষয়ে বোঝানো হবে এই কোর্সে। বিশদে জানতে আইআইটি খড়গপুরের এই বিজ্ঞপ্তি দেখতে পারেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রঞ্জন চন্দ

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Kharagpur IIT Course: স্বল্পমেয়াদি কোর্স করাবে আইআইটি! আসন সীমিত... কবে হবে, কত টাকা লাগবে, বিশদে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল