TRENDING:

IIT Kharagpur: সারফেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান? IIT খড়গপুর দিচ্ছে সুযোগ 

Last Updated:

ইঞ্জিনিয়ারিং-এ নানাবিধ ভাগ রয়েছে। সারফেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে আগ্রহী? আইআইটি খড়্গপুরেই রয়েছে সেই সুযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর:  ইঞ্জিনিয়ারিং-এ নানাবিধ ভাগ রয়েছে। সারফেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে আগ্রহী? আইআইটি খড়্গপুরেই রয়েছে সেই সুযোগ। ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের জন্য মাঝেমধ্যেই নানাবিধ পাঠক্রমের বন্দোবস্ত করে আইআইটি খড়্গপুর। কখনও দীর্ঘমেয়াদি, আবার স্বল্পমেয়াদি কোর্স করানো হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
advertisement

অনলাইনে একটি স্বল্প মেয়াদী কোর্সের ক্লাস করানো হবে। সারফেস ইঞ্জিনিয়ারিং নিয়ে অনলাইন মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করছে আইআইটি খড়গপুর। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে এই কোর্সের আয়োজন করা হয়েছে। স্বল্পমেয়াদি এই অনলাইন কোর্সটির নাম— ‘সারফেস ইঞ্জিনিয়ারড মেটিরিয়ালস টেকনোলজি’। কোর্সের ক্লাস চলবে ১২ দিন ধরে। ক্লাস শুরু হবে আগামী ২০ নভেম্বর থেকে। চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দু’ঘণ্টার লেকচার সেশন থাকবে। অর্থাৎ ১২ দিনে মোট ২৪ ঘণ্টার ক্লাস থাকবে পাঠক্রমে।

advertisement

আরও পড়ুন: রাজ্যে প্রাথমিক চাকরি বাতিলের তালিকাতে শীর্ষে মুর্শিদাবাদ! মুখে কুলুপ শিক্ষকদের

আইআইটি খড়্গপুর ছাড়া অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের আগ্রহী পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা, গবেষক এবং শিল্পক্ষেত্রে কর্মরত পেশাদাররাও সারফেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে কোর্সে আবেদন করতে পারবেন। পাঠক্রমে পড়ানো হবে সারফেস সায়েন্স সম্পর্কিত প্রাথমিক ধারণা, সারফেস কোটিং প্রসেস, সিভিডি প্রসেস, আর্ক ডিপোজিশন, থার্মাল স্প্রে, কন্ট্যান্ট অফ সারফেসেস-সহ একাধিক বিষয়।

advertisement

View More

আরও পড়ুন: কালী পুজোর আগেই সেজে উঠছে এই বিখ্যাত সতীপীঠ! অসংখ্য ভক্তের সমাগম হয় মন্দিরে  

কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের ২,৯৫০ টাকা, শিক্ষক-শিক্ষিকা এবং গবেষকদের ৫,৯০০ টাকা এবং পেশাদারদের ৮,৮৫০ টাকা জমা দিতে হবে। আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে কোর্সে ভর্তির আবেদন জানাতে হবে। সঙ্গে জমা দিতে হবে কোর্স ফি। বিশদে জানার জন্য আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagpur: সারফেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান? IIT খড়গপুর দিচ্ছে সুযোগ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল