TRENDING:

School Fees: “তা বলে শুধু ABCD শেখার জন্য গুনতে হবে আড়াই লক্ষ টাকা?” হায়দরাবাদের স্কুলের নার্সারির ফি দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের

Last Updated:

School Fees: সম্প্রতি হায়দরাবাদের একটি নামকরা বেসরকারি স্কুলের ফি-এর পরিকাঠামো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা নিয়ে তীব্র বিতর্কের উদ্রেক হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নার্সারিতে ভর্তির জন্য ওই স্কুলটি নিচ্ছে ২.৫১ লক্ষ টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আজকালকার দিনে শিক্ষার খরচ যেন হু-হু করে বাড়ছে। ফলে সন্তানকে পড়াতে গিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠছে ভারতীয় পরিবারগুলির। স্কুলের ফি বৃদ্ধি পাচ্ছে বলে সন্তান পরিকল্পনা করতেও ভয় পাচ্ছেন অনেক দম্পতি। আসলে সন্তানের জন্মের অনেক আগে থেকেই মাথায় রাখতে হচ্ছে পড়াশোনার ভবিষ্যৎ খরচের দিকটা। সবথেকে বড় সমস্যার বিষয় হয়ে উঠেছে, বেসরকারি স্কুলগুলির ফি পরিকাঠামোয় কোনও রীতি-নীতির ঘাটতি। ফলে অসহায় হয়ে পড়ছে মধ্যবিত্ত পরিবারগুলি।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ বড় ঘোষণা মুখ‍্যমন্ত্রীর! ১ লাখ ১০ হাজার টাকা করে অনুদান পাবে দুর্গাপুজো কমিটিগুলিকে, ছাড় বিদ্যুৎ বিলেও

হায়দরাবাদের স্কুলে নার্সারির ফি-ই ২.৫ লক্ষ টাকার বেশি!

সম্প্রতি হায়দরাবাদের একটি নামকরা বেসরকারি স্কুলের ফি-এর পরিকাঠামো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা নিয়ে তীব্র বিতর্কের উদ্রেক হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নার্সারিতে ভর্তির জন্য ওই স্কুলটি নিচ্ছে ২.৫১ লক্ষ টাকা। এই টাকার অঙ্ক দেখে অনেকেই তাজ্জব হয়ে গিয়েছেন। অনেকে বিস্ময় প্রকাশ করে বলছেন যে, একটা বাচ্চার শুধু ABC শেখার জন্য দিতে হবে মাসিক প্রায় ২১০০০ টাকা! ফি-এর অঙ্ক আবার ভেঙেও দেওয়া হয়েছে। তাতেই ভ্রু কুঁচকেছে নেটিজেনদের। ভাইরাল পোস্টে দেখা যাচ্ছে:

advertisement

টিউশন ফি: ৪৭৭৫০ টাকা

অ্যাডমিশন ফি: ৫০০০ টাকা

ইনিশিয়েশন ফি: ১২৫০০ টাকা

রিফান্ডেবল ডিপোজিট: ১০০০০ টাকা

সব মিলিয়ে দাঁড়াচ্ছে ২,৫১,০০০ টাকা। আর এত পরিমাণ টাকা জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর এবং ফাইনাল ইনস্টলমেন্ট -এই চারটি কিস্তিতে দিতে হবে অভিভাবকদের।

সমস্ত পর্যায়ে ফি বৃদ্ধি

নার্সারি ফি-টা তো শুধু প্রাথমিক পর্যায়ের। বাকি শ্রেণীর ফি-এর পরিকাঠামো দেখলেও চোখ কপালে উঠতে বাধ্য!

advertisement

Pre-Primary I (PPI): ২,৭২,৪০০ টাকা

Pre-Primary II (PPII): ২,৭২,৪০০ টাকা

প্রথম এবং দ্বিতীয় শ্রেণী: ২,৯১,৪৬০ টাকা

তৃতীয় এবং চতুর্থ শ্রেণী: ৩,২২,৩৫০ টাকা

যেসব পরিবারের আয় গড়পরতা, তাঁদের পক্ষে তো এই পরিমাণ টাকা দেওয়া প্রায় অসম্ভব বললেই চলে। বিশেষ করে যাঁদের দিন আনি দিন খাই অবস্থা, তাঁদের পক্ষে তো একেবারেই মুশকিল!

advertisement

অনলাইনে প্রতিক্রিয়া এবং বিতর্ক:

এই পোস্টটি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অনুরাধা তিওয়ারি। তিনি লিখেছেন যে, এখন শুধু ABC শেখার জন্য প্রতি মাসে গুনতে হবে ২১০০০ টাকা। এই হাস্যকর রকম বেশি ফি জাস্টিফাই করার জন্য এই স্কুলগুলি শেখাচ্ছেটা কী? অনুরাধার এই পোস্টটি অনলাইনে তীব্র বিতর্ক এবং রোষের জন্ম দিয়েছে। অনেকেই এই বিষয়টিকে শিক্ষার বাণিজ্যিকীকরণ বলে আখ্যা দিয়েছেন। কেউ কেউ আবার বলেছেন যে, এই ব্যবস্থা শুধু ধনীদের কথা ভেবেই তৈরি করা হয়েছে। দেখে নেওয়া যাক, নেটিজেনরা এই প্রসঙ্গে কী বললেন!

advertisement

এক নেটিজেন মন্তব্য করেন যে, “এটা স্কুল না কি পাঁচতারা হোটেল? মধ্যবিত্ত পরিবারের সন্তানরা এবার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হতে চলেছে।” অন্য এক নেটাগরিক লিখেছেন যে, “এই অতিরিক্ত ফি-এর কি আদৌ কোনও মানে হয়?”

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

তবে অন্যদিকে অনেকেই অবশ্য স্কুলটির পাশে দাঁড়িয়েছেন। স্কুলের দারুণ পরিকাঠামো, যোগ্য কর্মী এবং অতিরিক্ত সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরে তাঁরা জানান যে, ফি-এর পরিমাণ ঠিকই আছে। আবার একজন বেঙ্গালুরুর স্কুলের সঙ্গে ফি পরিকাঠামোরও তুলনা করেন। সেখানে নার্সারির ফি শুরুই হয় ১০ লক্ষ টাকা থেকে। আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর বার্ষিক ফি তো ২৭ থেকে ৩৫ লক্ষ টাকায় পৌঁছে গিয়েছে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
School Fees: “তা বলে শুধু ABCD শেখার জন্য গুনতে হবে আড়াই লক্ষ টাকা?” হায়দরাবাদের স্কুলের নার্সারির ফি দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল