Mamata Banerjee: বড় ঘোষণা মুখ‍্যমন্ত্রীর! ১ লাখ ১০ হাজার টাকা করে অনুদান পাবে দুর্গাপুজো কমিটিগুলিকে, ছাড় বিদ্যুৎ বিলেও

Last Updated:

Mamata Banerjee: বৃহস্পতিবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতার ছোট-বড় সব পুজো কমিটিকে নিয়ে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উক্ত অনুষ্ঠানে উদ্যোক্তাদের এ বছর ১ লাখ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ‍্যোপাধ‍্যায়
মমতা বন্দ‍্যোপাধ‍্যায়
কলকাতাঃ চলতি বছর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই আবহেই বৃহস্পতিবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতার ছোট-বড় সব পুজো কমিটিকে নিয়ে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উক্ত অনুষ্ঠানে উদ্যোক্তাদের এ বছর ১ লাখ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলেও ৮০ শতাংশ ছাড় দেওয়ার জন্য সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন, আগামী ৫ অক্টোবর পুজো কার্নিভাল হবে কলকাতায়। তার আগে ২, ৩ এবং ৪ অক্টোবর— এই তিন দিন প্রতিমা বিসর্জন হবে।
advertisement
advertisement
তিনি বলেন, ‘ আমাদের প্রাণের উৎসব এটা। ইউনেস্কো আমাদের মর্যাদা দিয়েছে। এটা ধরে রাখা আমাদের দায়িত্ব। কেউ কেউ আদালত চলে যায়। আবার কেউ কেউ বলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পুজো করতে দেয় না। এখানে ঘরে ঘরে সরস্বতী , লক্ষ্মী পুজো হয়। আমি কেন সাহায্য করি তার জন্য আদালতে চলে যায়। আরে এর সাথে যুক্ত আছে অনেক মানুষের জীবন, অর্থনীতি।’
advertisement
তিনি প্রতিটি পুজো কমিটিতে গাইডলাইন মানার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘ভীড় এড়াতে সেপারেট এন্ট্রি ও এক্সিট করুন। সব মন্ডপে আগুন নেভানোর যথাযথ ব্যবস্থা করুন। পাবলিক অ্যানাউসমেন্ট যথাযথ হয়। মন্ডপে কি করবেন আর করবেন না সেটা নজর রাখুন। একটা গাইডলাইন করুন। কোন ক্লাব কি পুজো, কি থিম করছে দেখে নিন। অনেক সময় ভীড় টানতে গিয়ে স্ট্যাম্পেড হয় না যেন।’।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: বড় ঘোষণা মুখ‍্যমন্ত্রীর! ১ লাখ ১০ হাজার টাকা করে অনুদান পাবে দুর্গাপুজো কমিটিগুলিকে, ছাড় বিদ্যুৎ বিলেও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement