জানা গিয়েছে, বেসরকারি সংস্থায় দীর্ঘদিন ধরেই কর্মরত। ইচ্ছেছিল একটি সরকার চাকরি করার। প্রথম থেকেই ইচ্ছে ছিল WBCS officer হবেন। বন্ধুর সাহায্যে নিয়ে কিছু বই পড়ে আজকে WBCS পরীক্ষাতে সাফল্য এল রাজীব মণ্ডলের।
আরও পড়ুন বাগডোগরার গঙ্গারাম চাবাগানে কঙ্কালসার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য! তদন্তে পুলিশ
রাজীব মণ্ডলের কথায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ঠিক মতো চর্চা করলেই আসবে সাফল্য। উচ্চ মাধ্যমিকের পর থেকেই WBCS পরীক্ষার প্রস্তুতি নিলে অতি দ্রুত সাফল্য আসবে। এছাড়াও শুধু মুখস্ত বিদ্যা থাকলে হবে না, গভীরে ঢুকে পড়াশুনা করতে হবে। ২০২০ সাল থেকে প্রস্তুতি নিয়ে ২০২২ সালে মেনস হয়। ইতি মধ্যেই জয়েন্ট বিডিও পদে নিযুক্ত হবেন বলেই জানা গিয়েছে।
advertisement
রাজীব মণ্ডল ফরাক্কা NTPC হাইস্কুল থেকে মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করে বহরমপুরে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ এবং পরে কলকাতায় ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা। বেসরকারি সংস্থাতে দীর্ঘ ১২বছর ধরে কর্মরত ছিলেন ওড়িশাতে। তবে ইঞ্জিনিয়ারিং ছাত্র হলেও চাকরি করতেন বেসরকারি সংস্থাতে। আর কাজের মাঝে দিনরাত পড়াশুনা আর WBCS পরিক্ষা সাফল্য পেতেই খুশি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। পরিবারে বাবা মা ছাড়াও স্ত্রী সন্তান রয়েছেন। তার কথায়, ধৈর্য ধরলে সাফল্য আসবে। ধীর গতিতে এগালেও লক্ষ্যেমাত্রা ঠিক থাকলে সাফল্য পৌঁছানো যাবে বলেই জানিয়েছেন রাজীব মণ্ডল।
তন্ময় মণ্ডল