বাগডোগরার গঙ্গারাম চাবাগানে কঙ্কালসার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য! তদন্তে পুলিশ
- Published by:Pooja Basu
- Reported by:BISWAJIT MISRA
Last Updated:
মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ এই খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি আসেন বাগান ম্যানেজার। পরে খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে৷
বাগডোগরা: চাবাগানে কঙ্কালসার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বাগডোগরার গঙ্গারাম চা বাগানে। এদিন চাবাগানের শ্রমিকেরা ১নং সেক্সনে পাতা তোলার কাজে গেলে দেখতে পান কঙ্কালটি পড়ে রয়েছে মাটিতে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ এই খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি আসেন বাগান ম্যানেজার। পরে খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে৷ তারপর ময়নাতদন্তের জন্য দেহটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে সংলগ্ন এলাকায় কেউ নিখোঁজ না থাকায় এটি কার মৃতদেহ তা জানা সম্ভব হয়নি। যদিও চা বাগানের ম্যানেজার মুখ খুলতে চাননি এই নিয়ে। অন্যদিকে ১৫দিন আগেই এই মৃতদেহ এখানে পড়ে রয়েছে বলে অভিযোগ। ময়নাতদন্তের পর গোটা বিষয়টি পরিষ্কার হবে, মত বাগডোগরা থানার পুলিশের।
advertisement
advertisement
অন্যদিকে দার্জিলিংয়ে ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১! আজ, বুধবার একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। বিজনবাড়িতে ছোটা রঙ্গীত নদীতে ভেসে আসে মৃতদেহ। এখনও পরিচয় জানা যায়নি। বিজনবাড়িতে ক্ষতিগ্রস্থ লোহার সেতু। চিংথুং এবং পুলবাজার-বিজনবাড়ির মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন।। বহুবাড়ি ক্ষতিগ্রস্থ। এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। সঙ্গে ছিলেন সাংসদ রাজু বিস্তা। ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস। এই সময় রাজনীতি নয়। একযোগে কাজ করতে হবে।
advertisement
ব্যপক ক্ষতিগ্রস্থ দার্জিলিংয়ের পুলবাজার-বিজনবাড়ি। ছোটো রঙ্গীত নদী ঘেঁষা এলাকা ক্ষতিগ্রস্থ। ভেঙেছে ঘর৷ ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে ঘরের আসবাব। উনুন ভেঙে পড়েছে। দুশ্চিন্তা গ্রামজুড়ে। তাদের দাবী, অবিলম্বে অন্যত্র সরানো হোক তাদের। এক রাতের বৃষ্টিতে দার্জিলিঙের পরিস্থিতি ভয়াবহ। একাধিক রাস্তায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আটকে পড়েছেন পর্যটকেরা। সিকিম এবং কালিম্পঙের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানিয়েছে প্রশাসন। উদ্ধারকাজ চলছে।
advertisement
বিশ্বজিৎ মিশ্র
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2025 4:36 PM IST