How To Find Lost Document in Flood: বন্যায় হারিয়েছে গুরুত্বপূর্ণ নথি,মাথায় হাত! ফিরে পেতে কোথায় যোগাযোগ করবেন? জানুন

Last Updated:
পরবর্তীতে প্রতিটি বাড়ি থেকে গিয়ে গিয়ে তথ্য সংগ্রহ করে সেসব মানুষদের সহযোগিতা করবে সরকার। পড়ুয়াদের পড়াশোনার বিষয় নিয়ে শিক্ষা দফতর তাদের বইয়ের ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
1/7
জলপাইগুড়ি, সুরজিৎ দে: প্রবল বন্যায় বিপর্যস্ত জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি, রামসাই ও ময়নাগুড়ির চারের বাড়ি সহ একাধিক এলাকা। জলঢাকা নদীর খরস্রোতায় শুধু বাড়িঘর বা জমিজমাই নয়, ভেসে গেছে গ্রামবাসীর জীবনের গুরুত্বপূর্ণ সব নথিপত্রও।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: প্রবল বন্যায় বিপর্যস্ত জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি, রামসাই ও ময়নাগুড়ির চারের বাড়ি সহ একাধিক এলাকা। জলঢাকা নদীর খরস্রোতায় শুধু বাড়িঘর বা জমিজমাই নয়, ভেসে গেছে গ্রামবাসীর জীবনের গুরুত্বপূর্ণ সব নথিপত্রও।
advertisement
2/7
ভোটার কার্ড, আধার, জমির কাগজ, ব্যাঙ্ক পাসবুক সবই হারিয়ে গেছে বন্যার জলে। কোথাও কোথাও তো গ্রামের অস্তিত্বই প্রায় মুছে গেছে মানচিত্র থেকে।
ভোটার কার্ড, আধার, জমির কাগজ, ব্যাঙ্ক পাসবুক সবই হারিয়ে গেছে বন্যার জলে। কোথাও কোথাও তো গ্রামের অস্তিত্বই প্রায় মুছে গেছে মানচিত্র থেকে।
advertisement
3/7
এই কঠিন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে জেলা প্রশাসনের এক অভিনব পদক্ষেপ  তৈরি হয়েছে বিশেষ ‘Lost Document’ কেন্দ্র। এই কেন্দ্রের মাধ্যমে বন্যায় হারিয়ে যাওয়া সরকারি নথিপত্র পুনরুদ্ধারের জন্য আবেদন করা যাবে সহজ প্রক্রিয়ায়।
এই কঠিন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে জেলা প্রশাসনের এক অভিনব পদক্ষেপ  তৈরি হয়েছে বিশেষ ‘Lost Document’ কেন্দ্র। এই কেন্দ্রের মাধ্যমে বন্যায় হারিয়ে যাওয়া সরকারি নথিপত্র পুনরুদ্ধারের জন্য আবেদন করা যাবে সহজ প্রক্রিয়ায়।
advertisement
4/7
আবেদনকারীদের শুধু নিজেদের নাম, ঠিকানা ও হারানো নথির বিবরণ জমা দিতে হবে। এরপর প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় যাচাই সাপেক্ষে নতুন করে নথি তৈরি করে দেওয়া হবে।সহায়তার জন্য জেলা প্রশাসন দুটি হেল্পলাইন নম্বরও চালু করেছে  790810175 এবং 7797863700।
আবেদনকারীদের শুধু নিজেদের নাম, ঠিকানা ও হারানো নথির বিবরণ জমা দিতে হবে। এরপর প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় যাচাই সাপেক্ষে নতুন করে নথি তৈরি করে দেওয়া হবে।
advertisement
5/7
সহায়তার জন্য জেলা প্রশাসন দুটি হেল্পলাইন নম্বরও চালু করেছে  790810175 এবং 7797863700।
সহায়তার জন্য জেলা প্রশাসন দুটি হেল্পলাইন নম্বরও চালু করেছে  790810175 এবং 7797863700।
advertisement
6/7
এই নম্বরে ফোন করে জানা যাবে কেন্দ্র কোথায় বসছে এবং আবেদন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করতে হবে। ময়নাগুড়ি বিডিও প্রসেনজিৎ কুণ্ডু তিনি বলেন যে সব মানুষের সমস্ত কাগজ হারিয়ে গিয়েছে বন্যার জলে সেই সব মানুষদের একটা চিন্তায় যে কিভাবে কাগজ খুঁজে পাবে বা কোথা থেকে গেলে এই পরিষেবা মিলবে সেই কারণে ময়নাগুড়ি ব্লকের এবং যেসব ব্লক গুলিতে বন্যার ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে সেসব জায়গায় এই কেন্দ্র খোলা হবে।
এই নম্বরে ফোন করে জানা যাবে কেন্দ্র কোথায় বসছে এবং আবেদন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করতে হবে। ময়নাগুড়ি বিডিও প্রসেনজিৎ কুণ্ডু তিনি বলেন যে সব মানুষের সমস্ত কাগজ হারিয়ে গিয়েছে বন্যার জলে সেই সব মানুষদের একটা চিন্তায় যে কিভাবে কাগজ খুঁজে পাবে বা কোথা থেকে গেলে এই পরিষেবা মিলবে সেই কারণে ময়নাগুড়ি ব্লকের এবং যেসব ব্লক গুলিতে বন্যার ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে সেসব জায়গায় এই কেন্দ্র খোলা হবে।
advertisement
7/7
পরবর্তীতে প্রতিটি বাড়ি থেকে গিয়ে গিয়ে তথ্য সংগ্রহ করে সেসব মানুষদের সহযোগিতা করবে সরকার।  পড়ুয়াদের পড়াশোনার বিষয় নিয়ে শিক্ষা দফতর তাদের বইয়ের ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
পরবর্তীতে প্রতিটি বাড়ি থেকে গিয়ে গিয়ে তথ্য সংগ্রহ করে সেসব মানুষদের সহযোগিতা করবে সরকার।  পড়ুয়াদের পড়াশোনার বিষয় নিয়ে শিক্ষা দফতর তাদের বইয়ের ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
advertisement
advertisement
advertisement