কী প্রশ্ন করা হয়েছে দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পড়ুয়াদের? গরিবি হটাও, এই স্লোগান কে দিয়েছিলেন? কংগ্রেসের সামাজিক ও কূটনৈতিক জোট সম্পর্কে ব্যাখ্যা করো, ১৯৮৪-র নির্বাচনে কংগ্রেস কতগুলি আসনে জয়লাভ করেছিল?, প্রথম তিন সাধারণ নির্বাচনে কোন রাজনৈতিক দলের আধিপত্য ছিল?, ১৯৭১ সালের নির্বাচন কংগ্রেসের পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন হয়েছিল, এই বক্তব্যের ব্যাখ্যা দাও। দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বোর্ডের পরীক্ষায় কংগ্রেস-ময় এমন প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।
advertisement
আরও পড়ুন: সমাজ-ধর্ম-সামাজিক কাজ নিয়ে PG ডিপ্লোমা কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, বিশদে জানুন
এছাড়াও প্রশ্ন ছিল কমিউনিস্ট পার্টির বিভাজন ও বিএসপিকে নিয়ে আরেকটি প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্রে কংগ্রেসকে নিয়ে প্রশ্ন আসতেই পারে, কারণ সিলেবাসেই একটি রাজনৈতিক দলের আধিপত্য ও কংগ্রেস ব্যবস্থা: চ্যালেঞ্জ ও প্রতিস্থাপনা নামের একটি অধ্যায় রয়েছে। বোর্ডের বইতেই এই অধ্যায় রয়েছে। কিন্তু প্রশ্নগুলি এমন ভাবে করা হয়েছে, যেখানে কংগ্রেসের প্রশংসা সুলভ উত্তর দিতে হয় পড়ুয়াদের। আর তাতেই আপত্তি রয়েছে শিক্ষাবিদদের।
আরও পড়ুন: কোলহাপুরে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ চলছে, আবেদনের শেষ দিন আসন্ন
এ বছরের সিবিএসসি বোর্ডের পরীক্ষাতে একটি প্রশ্ন এসেছিল, ২০০২ সালে গুজরাত দাঙ্গার সময় কোন দল রাজ্যে শাসনে ছিল? সেই প্রশ্ন নিয়েও বিতর্ক শুরু হয়েছিল। পরে সেই প্রশ্ন বাতিল করে ওই প্রশ্নে থাকা নম্বর সব পড়ুয়াকে দিয়ে দেওয়া হয়। তবে রাজস্থান বোর্ডের তরফে এই বিতর্ক নিয়ে এখনও কোনও কিছুই বলা হয়নি। নম্বর দিয়ে দেওয়া হবে কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। প্রতি বছর রাজস্থানের দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় বসেন প্রায় ৯ লক্ষ পড়ুয়া। মার্চে শুরু হওয়া এই পরীক্ষা খুব শীঘ্রই শেষ হবে এবং দ্বাদশের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে আগামী মে মাসে। গত বছরে রাজস্থানের দ্বাদশের বোর্ড পরীক্ষায় ৯১.৯৬ শতাংশ বিজ্ঞান বিভাগে, ৯৪.৪৯ শতাংশ বাণিজ্য বিভাগে এবং ৯০.৭০ শতাংশ কলা বিভাগে পাশ করেছিলেন।