TRENDING:

Rabindra Bharati University Basanta Utsav 2022|| ২০২০ সালের 'অশ্লীল শব্দ' বিতর্কের জের? এ বারেও বসন্ত উৎসবে 'না' রবীন্দ্রভারতীর

Last Updated:

Rabindra Bharati University Basanta Utsav 2022: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী জানিয়েছেন, 'করোনার কারণেই আমরা এ বছর বসন্ত উৎসব পালন করছি না ক্যাম্পাসে।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যজুড়ে করোনা বিধিনিষেধ শিথিল হয়েছে। একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করে বিভিন্ন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে রাজ্য। যদিও এ বছর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসন্ত উৎসব পালন হচ্ছে না। করোনা পরিস্থিতিকেই কারণ হিসেবে উল্লেখ করে বসন্ত উৎসবে এ বারে 'না' করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাধারণত দোল পূর্ণিমার কয়েকদিন আগেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসন্ত উৎসব পালন করা হয়। এ প্রসঙ্গে বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী জানিয়েছেন, 'করোনার কারণে এ বছর বসন্ত উৎসব পালন করা হচ্ছে না।' যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, রীতি অনুযায়ী জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বসন্ত উৎসব পালন হবে।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব। ফাইল ছবি।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব। ফাইল ছবি।
advertisement

একাংশের প্রশ্ন, দু'বছর আগের বিতর্কের জেরেই কি এ বারে বসন্ত উৎসব পালন করতে চাইছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ?

২০২০ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসন্ত উৎসব পালন করাকে কেন্দ্র করে চরম বিতর্ক তৈরি হয়। কয়েকজন পড়ুয়া ক্যাম্পাসে বসন্ত উৎসবের দিন পিঠে অশ্লীল শব্দ লেখে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে বিকৃত করে, যা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল আলোড়ন শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী ইস্তফা পর্যন্ত দিয়েছিলেন উপাচার্য পদ থেকে। শুধু তাই নয় ওই পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। যদিও পরে ওই পড়ুয়ারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে নেয়।

advertisement

আরও পড়ুন: রাজ্যপালের বাজেট ভাষণ কাণ্ড ঘিরে ফের ধুন্ধুমার বিধানসভায়, সাসপেন্ড ২ বিজেপি বিধায়ক

তার দুবছর কেটে যাওয়ার পরও সেই বিতর্ক পিছু ছাড়ছে না। অন্তত তেমনটাই মনে করছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশ। প্রসঙ্গত, গতবছর করোনা পরিস্থিতির কারণেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসন্ত উৎসব পালন করেনি। কিন্তু এ বছর যেখানে রাজ্য সরকারের তরফে করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করে দেওয়া হয়েছে সেখানেও কেন বসন্ত উৎসব পালন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের একাংশ।

advertisement

বসন্ত উৎসব পালন করতে গেলে বিশ্ববিদ্যালয় ছাড়াও বাইরের পড়ুয়ারা অংশগ্রহণ করবে। সে ক্ষেত্রে ফের কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে বিতর্ক তৈরি হতে পারে। সেই আশঙ্কাতেই কি বসন্ত উৎসব বন্ধ হল? সেই প্রশ্নেই ঘুরে বেড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে। ২০২০ সালের আগে বসন্ত উৎসব পালন করাকে কেন্দ্র করে বিতর্ক হয়েছে। সে বছর কয়েকজন পড়ুয়াকে মদ্যপ অবস্থায় পাওয়া গিয়েছিল ক্যাম্পাসে। যদিও দু'বছর আগের বিতর্কের জেরে এ বারের বসন্ত উৎসব পালন হচ্ছে না, এমন দাবিকে খারিজ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Rabindra Bharati University Basanta Utsav 2022|| ২০২০ সালের 'অশ্লীল শব্দ' বিতর্কের জের? এ বারেও বসন্ত উৎসবে 'না' রবীন্দ্রভারতীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল