সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (JEE) মেন পরীক্ষায় দ্বিতীয় সেশনেও নজর কাড়ল পূর্ব বর্ধমানের কাটোয়ার মেয়ে। পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের বাসিন্দা দেবদত্তা মাঝি।
বর্ষার আগে যখন তখন সাপের ছোবল…! যাচ্ছে প্রাণ! রান্নাঘরের এই ‘মশলা’ সঙ্গে থাকলে লেজ তুলে পালাবে সাপ
advertisement
কাটোয়া শহরের দুর্গাদাসী চৌধুরী গার্লস হাই স্কুলের ছাত্রী দেবদত্তা। মাধ্যমিকে ৭০০ নম্বরের পরীক্ষায় সে পেয়েছিল ৬৯৭ নম্বর। যা শতাংশের নিরিখে ৯৯.৫৭। আর সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (জেইই) মেন পরীক্ষায় প্রথম সেশনে দেবদত্তার প্রাপ্ত এনটিএ স্কোর ছিল ৯৯.৯৯৯২১। কিন্ত এবার দ্বিতীয় সেশনে প্রাপ্ত স্কোর পুরোপুরি ১০০।
দেবদত্তার মা দুর্গাদাসী চৌধুরী গার্লস হাই স্কুলেরই শিক্ষিকা এবং বাবা আসানসোলের একটি কলেজের অধ্যাপক। বাড়িতে আগাগোড়া পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করে দেবদত্তা।
দেবদত্তার মা জানিয়েছেন, প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা সে পড়াশোনা করে। জানা গিয়েছে, বাংলা এবং ইংরেজির শুধু গৃহশিক্ষক রয়েছে তার, আর বাকি সবটাই অনলাইনে। দেবদত্তার মা আরও জানিয়েছেন, এরপর দেবদত্তা জেইই এডভ্যান্স পরীক্ষা দেবে। তারপর ওটাই ভাল ফলাফল করলে আইআইটি বা ব্যাঙ্গালোরে আইআইএসসি তে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে।
বনোয়ারীলাল চৌধুরী
