এ দিন এই ঘটনা ঘটেছে তারকেশ্বর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের শরৎ পল্লি এলাকার বিকাশ ভারতী ব্লুমস ডে নামক একটি স্কুলে৷ বেসরকারি ওই স্কুলটিতে দশম শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের ব্যবস্থা রয়েছে৷
জানা গিয়েছে, ওই স্কুলে এখন বার্ষিক পরীক্ষা চলছে৷ আজ ছিল ভূগোল পরীক্ষা৷ সকাল সাড়ে ৯টা নাগাদ পরীক্ষা দিতে স্কুলে আসে চতুর্থ শ্রেণির ওই ছাত্র৷ অভিযোগ, মাইনে বাকি রয়েছে এই যুক্তি দেখিয়ে ওই ছাত্রকে পরীক্ষা দিতে বাধা দেয় স্কুল কর্তৃপক্ষ৷ তখনই ওই ছাত্রকে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ৷ এমন কি, স্কুলেরই দ্বিতীয় শ্রেণির পড়ুয়া ওই ছাত্রের বোনকেও মাইনে বাকি থাকার কারণে পরীক্ষা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ৷
advertisement
আরও পড়ুন: প্রাথমিক টেট পরীক্ষার দিন পিছোল, ১০ ডিসেম্বর হচ্ছে না পরীক্ষা
এই ঘটনার খবর পেয়েই ওই ছাত্রকে নিয়ে স্কুলে আসেন তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু সহ পুর প্রতিনিধিরা৷ এর পরেই অবশ্য ওই ছাত্রকে পরীক্ষায় বসতে দেওয়া হয়৷ স্কুল কর্তৃপক্ষের অবশ্য দাবি, ওই ছাত্রকে স্কুল থেকে বের করে দেওয়া হয়নি৷ শুধুমাত্র তাঁর অভিভাবককে ডেকে পাঠানো হয়েছিল৷
তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ড বলেন, ঘটনার খবর পেয়েই স্কুলে চলে আসি যাতে ছাত্রটি পরীক্ষা দিতে পারে৷ ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়েও স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে৷