TRENDING:

বেতন বাকি, পরীক্ষা দিতে আসা ছাত্রকে স্কুল থেকে ঘাড় ধাক্কা? তারকেশ্বরে মারাত্মক অভিযোগ

Last Updated:

এই ঘটনার খবর পেয়েই ওই ছাত্রকে নিয়ে স্কুলে আসেন তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু সহ পুর প্রতিনিধিরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানা কর্মকার, তারকেশ্বর: স্কুলের বেতন দিতে না পারায় পরীক্ষা দিতে এসে ঘাড় ধাক্কা খেতে হল চতুর্থ শ্রেণির এক ছাত্রকে। এমনই অমানবিক আচরণের অভিযোগ উঠল হুগলির তারকেশ্বরের একটি বেসরকারি স্কুলের বিরুদ্ধে৷ পরীক্ষা দিতে না দেওয়ার অভিযোগ মেনে নিলেও ছাত্রকে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ৷ পরে অবশ্য স্থানীয় পুরসভার চেয়ারম্যানের হস্তক্ষেপে পরীক্ষায় বসে ওই ছাত্র৷
হুগলির স্কুলে মারাত্মক অভিযোগ৷
হুগলির স্কুলে মারাত্মক অভিযোগ৷
advertisement

এ দিন এই ঘটনা ঘটেছে তারকেশ্বর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের শরৎ পল্লি এলাকার বিকাশ ভারতী ব্লুমস ডে নামক একটি স্কুলে৷ বেসরকারি ওই স্কুলটিতে দশম শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের ব্যবস্থা রয়েছে৷

জানা গিয়েছে, ওই স্কুলে এখন বার্ষিক পরীক্ষা চলছে৷ আজ ছিল ভূগোল পরীক্ষা৷ সকাল সাড়ে ৯টা নাগাদ পরীক্ষা দিতে স্কুলে আসে চতুর্থ শ্রেণির ওই ছাত্র৷ অভিযোগ, মাইনে বাকি রয়েছে এই যুক্তি দেখিয়ে ওই ছাত্রকে পরীক্ষা দিতে বাধা দেয় স্কুল কর্তৃপক্ষ৷ তখনই ওই ছাত্রকে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ৷ এমন কি, স্কুলেরই দ্বিতীয় শ্রেণির পড়ুয়া ওই ছাত্রের বোনকেও মাইনে বাকি থাকার কারণে পরীক্ষা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ৷

advertisement

আরও পড়ুন: প্রাথমিক টেট পরীক্ষার দিন পিছোল, ১০ ডিসেম্বর হচ্ছে না পরীক্ষা

এই ঘটনার খবর পেয়েই ওই ছাত্রকে নিয়ে স্কুলে আসেন তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু সহ পুর প্রতিনিধিরা৷ এর পরেই অবশ্য ওই ছাত্রকে পরীক্ষায় বসতে দেওয়া হয়৷ স্কুল কর্তৃপক্ষের অবশ্য দাবি, ওই ছাত্রকে স্কুল থেকে বের করে দেওয়া হয়নি৷ শুধুমাত্র তাঁর অভিভাবককে ডেকে পাঠানো হয়েছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ড বলেন, ঘটনার খবর পেয়েই স্কুলে চলে আসি যাতে ছাত্রটি পরীক্ষা দিতে পারে৷ ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়েও স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে৷

বাংলা খবর/ খবর/শিক্ষা/
বেতন বাকি, পরীক্ষা দিতে আসা ছাত্রকে স্কুল থেকে ঘাড় ধাক্কা? তারকেশ্বরে মারাত্মক অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল