Primary TET 2023: প্রাথমিক টেট পরীক্ষার দিন পিছোল, ১০ ডিসেম্বর হচ্ছে না পরীক্ষা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
মোট ১৫০ নম্বরে হবে এবারের টেট পরীক্ষা। ২০২৩ সালের টেট পরীক্ষায় ওএমআর শিটের আসল কপি পর্ষদ নিয়ে নেবে। আর পরীক্ষার্থী কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবেন
কলকাতা: প্রাথমিক টেট পরীক্ষা ( প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা)-র দিন পরিবর্তন হল। ১০ ডিসেম্বর-এর পরিবর্তে পরীক্ষা হবে ২৪ ডিসেম্বর। তবে সময় একই থাকছে। পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত। ইতিমধ্যেই সব জেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান ও প্রত্যেকটি জেলার বিদ্যালয় পরিদর্শকদের চিঠি লিখে এই বিষয়ে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ । প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, ” আমাদের মনে হয়েছে আরও কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আরেকটু সাজিয়ে-গুছিয়ে টেট নিতে চাই। কাজেই আরও খানিকটা সময় নিচ্ছি। অন্য কোনও কারণ নেই। “
মোট ১৫০ নম্বরে হবে এবারের টেট পরীক্ষা। ২০২৩ সালের টেট পরীক্ষায় ওএমআর শিটের আসল কপি পর্ষদ নিয়ে নেবে। আর পরীক্ষার্থী কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবেন। এবারের পরীক্ষায় চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, প্রথম ভাষা (বাংলা, হিন্দি, ওড়িয়া, তেলুগু, সাঁওতালি এবং উর্দু), দ্বিতীয় ভাষা – ইংরেজি, গণিত ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের ওপরে প্রশ্ন করা হবে। এর জন্য মডেল প্রশ্নপত্র ও পাঠ্যক্রম প্রকাশ করেছে পর্ষদ। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বিষয়ে পেডাগজির উপাদান, প্রাথমিক স্তরে শিক্ষণের নীতির ওপর প্রশ্ন করা হবে। এদিকে প্রথম এবং দ্বিতীয় ভাষার পরীক্ষায় থাকবে গদ্যাংশ এবং কবিতাংশ থেকে সঠিক উত্তর বেছে নেওয়ার প্রশ্ন। এছাড়া গণিতে থাকবে জ্যামিতি, যোগ-বিয়োগ, গুণ-ভাগ, সময়, দৈর্ঘ্য-প্রস্থ সংক্রান্ত প্রশ্ন। পরীক্ষা সংক্রান্ত মডেল উত্তরপত্র এবং কোন বিভাগে কত নম্বর থাকবে তা ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 3:27 PM IST