বীরভূমে মোট ৮৭ ভেনু রয়েছে বলে জানিয়েছেন বীরভূম জেলাশাসক বিধান রায়। প্রায় ৩৫ হাজার পরীক্ষার্থী রবিবার পরীক্ষা দেবেন। পরীক্ষার জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা থাকছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল এবং সেই সকল পরীক্ষা কেন্দ্র আগেই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।
আরও পড়ুনঃ গ্যাস ওভেন মেরামতের মিস্ত্রি চেয়ে ফোন! তারপরের ঘটনা সাংঘাতিক
advertisement
এ ছাড়াও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স, ওয়াল ক্লক ইত্যাদি। পরীক্ষা কেন্দ্রগুলিতে একটি করে অ্যাম্বুল্যান্স রাখা হবে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা যায়। এ ছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জোর দেওয়া হয়েছে।
এই সকল সুবিধা প্রদানের পাশাপাশি চাকরি প্রার্থীরা কোনওভাবেই পরীক্ষা কেন্দ্রে কোনওরকম ইলেকট্রনিক্স গেজেট, মোবাইল ফোন ইত্যাদি আনতে পারবেন না। আনা যাবে না কোন ধরনের বোর্ড অথবা প্রিজার্ভ পেপার। কোনওরকম অলংকার পরেও পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীদের মোবাইল ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা থাকার পাশাপাশি মোবাইল ব্যবহার করতে পারবেন না যারা পরীক্ষা কেন্দ্রে পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত থাকবেন।
আরও পড়ুনঃ মেলায় গিয়েছিলেন ২ হরিহর আত্মা বন্ধু, বাড়িতে ফিরল লাশ! বারুইপুর তোলপাড়
তবে একমাত্র কাজের ক্ষেত্রে মোবাইল ব্যবহার করতে পারবেন যিনি ভেনু ইনচার্জ হিসাবে নিযুক্ত থাকবেন। পাশাপাশি সেন্টার ইনচার্জ অথবা অবজারভার মোবাইল ব্যবহার করতে পারবেন কাজের ক্ষেত্রে। পরীক্ষা কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি থাকবে, বন্ধ থাকবে ইন্টারনেট, ফটোকপি সেন্টার। লাউড স্পিকার বাজানো নিষিদ্ধ।
Madhab Das