মূলত জঙ্গলমহলের প্রান্তিক জেলার ছাত্র-ছাত্রীদের নতুন নিয়মে পরীক্ষা দিতে যাতে কোনও অসুবিধা না হয় সে বিষয়ে খতিয়ে দেখেছেন তিনি। এই জেলার ছেলে-মেয়েদের নতুন নিয়মে নিজেদের গড়ে তুলতে যাতে কোনও সমস্যা না হয় সে বিষয়ে সকলকে অবগত করেছেন তিনি।
পড়ুয়াদের সুবিধার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সকলের সামনে তুলে ধরেন তিনি। তার কথার মধ্যে পরিষ্কার হয়ে যায় দেশের মধ্যে প্রথমে এই বাংলায় শুরু হওয়া সেমিস্টার পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা একপ্রকার চ্যালেঞ্জ হয়ে উঠেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে। এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, চতুর্থ সেমিস্টার তথা ফাইনাল পরীক্ষায় যে সমস্ত নির্দেশিকা গুলি রয়েছে সেগুলি সকলকে বোঝান হল। যাতে ছাত্র-ছাত্রীদের কোনও অসুবিধা না হয়। কোনও ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রের ভেতরে নিয়ে যাওয়া যাবে না। সাধারণ অ্যানালগ কাটা দেওয়া ঘড়ি ব্যবহার করতে পারবে ছাত্র-ছাত্রীরা। যদি নিয়মের অন্যথা হয় সেই মুহূর্তে তার এনরোলমেন্ট ক্যানসেল করে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: বেতন ৩০ হাজার, পরীক্ষা ছাড়াই চাকরি! মালদহে কপাল খুলল ১০৩ চাকরিপ্রার্থীর, কীভাবে জানুন
এ বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) মহুয়া বসাক বলেন, পুরুলিয়া জেলায় তৃতীয় সেমিস্টারের পরীক্ষা যেভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তিনি আশা রাখছেন চতুর্থ সেমিস্টার তথা ফাইনাল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সমস্ত স্কুলগুলোকে এ-বিষয়ে অবগত করা হয়েছে। এই পরীক্ষা চ্যালেঞ্জের হলেও তারা আশা রাখছেন সমস্ত কিছু ভালভাবেই হবে।জেলা জয়েন্ট কনভেনার জ্যোতির্ময় ব্যানার্জি বলেন, প্রতিটা সেন্টারে কড়া নজরদারি থাকবে। ছাত্র-ছাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে তৎপর থাকবেন সকলে। এছাড়াও এইবার ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা চিন্তা করে যারা ওএমআর শিটে পরীক্ষা দেবে তাদের ওএমআর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে দেওয়া হবে। শুধুমাত্র ওএমআর শিট ফিলাপ করার জন্য। কোশ্চেন তারা পাবে একদম নির্দিষ্ট সময়ে। একইভাবে যারা প্রশ্নে পরীক্ষা দেবেন তাদের প্রশ্নপত্র পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে দেওয়া হবে। কিন্তু লেখার জন্য খাতা দেওয়া হবে একেবারে নির্দিষ্ট সময়ে। ছাত্রছাত্রীদের সুবিধার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত চতুর্থ সেমিস্টারে নেওয়া হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার পরীক্ষা। ভারতবর্ষের বুকে প্রথমবার পশ্চিমবঙ্গে সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। আর তার সুষ্ঠুভাবে সম্পন্ন করা সকলের কাছেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জঙ্গলমহলের প্রান্তিক জেলার ছাত্রছাত্রীদের যাতে নতুন নিয়মে পরীক্ষা দিতে কোনও অসুবিধা না হয় সেদিকে তৎপর রয়েছে জেলা শিক্ষা দফতর।





