TRENDING:

বাড়িতে অভাব, দারিদ্র্যকে তুড়ি মেরে দর্জির ছেলের চমকে দেওয়া রেজাল্ট, জানেন সে কত পেল?

Last Updated:

Higher Secondary Result: সামান্য নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। সেই অর্থে নামিদামি শিক্ষকদের থেকে পায় নি পড়াশোনার পাঠ, চমকে দেওয়া রেজাল্ট উচ্চমাধ্যমিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: সামান্য অ্যাসবেসটস ঘেরা, ছিটেবেড়া বাড়িতে থাকে সে। ঘরে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। রোজগেরে বলতে একমাত্র বাবা সামান্য দর্জির কাজ করে যেটুকু রোজগার হয়, তাতে চলে সংসার আর পড়াশোনা। সে অর্থে দুবেলা জোটে না পুষ্টিকর খাবার। তবুও নিজের অদম্য দেশটা শক্তি এবং মনের জোরকে সঙ্গী করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলতা পেয়েছে প্রত্যন্ত গ্রামের এই ছেলে। বড় হয়েছে চায় শিক্ষক হতে। সেই লক্ষ্যে এগিয়ে চলেছে। সঙ্গী শুধু বই, খাতা। আর্থিক সমস্যা থাকলেও ছেলেকে এগিয়ে দিতে চান তার বাবা মা।
advertisement

রাতের ট্রেনে ডিউটিতে TTE, AC কামরায় মহিলা যাত্রীকে বললেন, ‘দেখি টিকিট?’ তার পর যা হল…!

বিয়ের রাতে নাচের পর চুপচাপ শৌচালয়ে ঢুকেছিলেন কনে, পিছু নিলেন মা…দরজা খুলতেই চিৎকার!

পছন্দের সাবজেক্ট রসায়ন। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করেছে প্রত্যন্ত গ্রামের এই ছাত্র। পিংলা কৃষ্ণ কামিনী ইন্সটিটিউশনের এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মলয় শেঠ। প্রাপ্ত নম্বর ৪৬৮। বাড়িতে অভাব। বাবা সামান্য দর্জির কাজ করেন, মা গৃহবধূ। সারাদিনের অধিকাংশ সময় পড়ার মধ্যেই থাকত সে। শুধু তাই নয় পছন্দ করত খেলাধুলা এবং গান-বাজনা। এভাবে পড়াশোনা করে সফলতা পেয়েছে। ভবিষ্যতে ইচ্ছে রসায়ন বিষয় নিয়ে শিক্ষকতা করার।

advertisement

প্রসঙ্গত, সামান্য নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। সেই অর্থে নামিদামি শিক্ষকদের থেকে পায়নি পড়াশোনার পাঠ। টেস্ট পরীক্ষার সময় তার প্রিয় ঠাকুমা মারা যান। মানসিক বিপর্যয়ে কিছুটা আশানুরূপ ফল না হলেও, তার এই ফলাফল চমকে দিয়েছে সকলকে। ছোট্ট কুঁড়ে ঘরে এসে তাকে সংবর্ধনা জানাচ্ছেন অনেকে। তবে যেন ভাঙা ঘরে চাঁদের আলোর মত এই ছেলের দিন যাপন।

advertisement

বাবাকে বিভিন্ন কাজে সাহায্য, বাড়ির টুকিটাকি কাজ সামনে সারাদিন বইয়ের মধ্যে বুঁদ থাকে এই ছেলে। বাড়িতে অভাব থাকলেও ছেলেকে তার লক্ষ্যের দিকে পৌঁছে দিতে চান তার বাবা-মা। আগামী ভবিষ্যৎ নিয়ে সন্দিহান থাকলেও শিক্ষক হতে চাওয়া মলয় স্বপ্ন দেখে। তবে তার এই সাফল্যে খুশি সকলে।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/শিক্ষা/
বাড়িতে অভাব, দারিদ্র্যকে তুড়ি মেরে দর্জির ছেলের চমকে দেওয়া রেজাল্ট, জানেন সে কত পেল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল