রাতের ট্রেনে ডিউটিতে TTE, AC কামরায় মহিলা যাত্রীকে বললেন, ‘দেখি টিকিট?’ তার পর যা হল…!
বিয়ের রাতে নাচের পর চুপচাপ শৌচালয়ে ঢুকেছিলেন কনে, পিছু নিলেন মা…দরজা খুলতেই চিৎকার!
পছন্দের সাবজেক্ট রসায়ন। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করেছে প্রত্যন্ত গ্রামের এই ছাত্র। পিংলা কৃষ্ণ কামিনী ইন্সটিটিউশনের এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মলয় শেঠ। প্রাপ্ত নম্বর ৪৬৮। বাড়িতে অভাব। বাবা সামান্য দর্জির কাজ করেন, মা গৃহবধূ। সারাদিনের অধিকাংশ সময় পড়ার মধ্যেই থাকত সে। শুধু তাই নয় পছন্দ করত খেলাধুলা এবং গান-বাজনা। এভাবে পড়াশোনা করে সফলতা পেয়েছে। ভবিষ্যতে ইচ্ছে রসায়ন বিষয় নিয়ে শিক্ষকতা করার।
advertisement
প্রসঙ্গত, সামান্য নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। সেই অর্থে নামিদামি শিক্ষকদের থেকে পায়নি পড়াশোনার পাঠ। টেস্ট পরীক্ষার সময় তার প্রিয় ঠাকুমা মারা যান। মানসিক বিপর্যয়ে কিছুটা আশানুরূপ ফল না হলেও, তার এই ফলাফল চমকে দিয়েছে সকলকে। ছোট্ট কুঁড়ে ঘরে এসে তাকে সংবর্ধনা জানাচ্ছেন অনেকে। তবে যেন ভাঙা ঘরে চাঁদের আলোর মত এই ছেলের দিন যাপন।
বাবাকে বিভিন্ন কাজে সাহায্য, বাড়ির টুকিটাকি কাজ সামনে সারাদিন বইয়ের মধ্যে বুঁদ থাকে এই ছেলে। বাড়িতে অভাব থাকলেও ছেলেকে তার লক্ষ্যের দিকে পৌঁছে দিতে চান তার বাবা-মা। আগামী ভবিষ্যৎ নিয়ে সন্দিহান থাকলেও শিক্ষক হতে চাওয়া মলয় স্বপ্ন দেখে। তবে তার এই সাফল্যে খুশি সকলে।
রঞ্জন চন্দ