রাতের ট্রেনে ডিউটিতে TTE, AC কামরায় মহিলা যাত্রীকে বললেন, 'দেখি টিকিট?' তার পর যা হল...!

Last Updated:
Indian Railway: রাতের ট্রেন, ঝিমিয়ে পড়া যাত্রী, আর হঠাৎই এক অচেনা যাত্রীর বেপরোয়া আচরণ—তাৎক্ষণিক ঝামেলা যেন ধীরে ধীরে রূপ নেয় এক ভয়ঙ্কর ব্ল্যাকমেলে। কে এই মহিলা? কেনই বা এক TTE-এর মোবাইল নম্বর নিয়ে তাঁকে ভয় দেখাতে থাকে?
1/10
রাতের ট্রেনে আচমকা গোলমাল—এসি কামরায় অচেনা মহিলা, শোরগোল, আর এক রেলকর্মীর অস্বস্তি। কয়েক দিনের মধ্যেই সেই অস্বস্তি রূপ নেয় আতঙ্কে। শুরু হয় ফোনে হুমকি, মিথ্যে মামলার ভয় দেখিয়ে টাকাপয়সা আদায়। কে এই মহিলা?
রাতের ট্রেনে আচমকা গোলমাল—এসি কামরায় অচেনা মহিলা, শোরগোল, আর এক রেলকর্মীর অস্বস্তি। কয়েক দিনের মধ্যেই সেই অস্বস্তি রূপ নেয় আতঙ্কে। শুরু হয় ফোনে হুমকি, মিথ্যে মামলার ভয় দেখিয়ে টাকাপয়সা আদায়। কে এই মহিলা? (Representative image: AI) 
advertisement
2/10
কেনই বা তাঁকে এমন ভয় ধরিয়ে দিচ্ছে? পিছনে কি কেউ আছে? পুলিশ যখন গ্রেফতার করে, মুখ খুলে চমকে দেয় ধৃত—এই চক্রান্তের রচয়িতা আর কেউ নন, স্বামী নিজেই!
কেনই বা তাঁকে এমন ভয় ধরিয়ে দিচ্ছে? পিছনে কি কেউ আছে? পুলিশ যখন গ্রেফতার করে, মুখ খুলে চমকে দেয় ধৃত—এই চক্রান্তের রচয়িতা আর কেউ নন, স্বামী নিজেই! (Representative image: AI) 
advertisement
3/10
রাত্রিবেলায় কোটা থেকে জবলপুরগামী এক ট্রেনে ডিউটিতে ছিলেন পশ্চিম মধ্য রেলের TTE হরিগোপাল মীনা। দায়িত্ব পালন করতে করতেই পৌঁছন AC কামরায়, যেখানে টিকিট ছাড়াই বসে এক মহিলা—নাম রানি সোনি।
রাত্রিবেলায় কোটা থেকে জবলপুরগামী এক ট্রেনে ডিউটিতে ছিলেন পশ্চিম মধ্য রেলের TTE হরিগোপাল মীনা। দায়িত্ব পালন করতে করতেই পৌঁছন AC কামরায়, যেখানে টিকিট ছাড়াই বসে এক মহিলা—নাম রানি সোনি। (Representative image: AI) 
advertisement
4/10
নিয়মমাফিক স্লিপার কোচে যেতে বলা মাত্রই শুরু হয় গোলমাল। তারপর আচমকা মোবাইল নম্বর নিয়ে ভয় দেখানো, "যদি কথা না শোনো, মিথ্যে শ্লীলতাহানির কেসে ফাঁসিয়ে দেব!"
নিয়মমাফিক স্লিপার কোচে যেতে বলা মাত্রই শুরু হয় গোলমাল। তারপর আচমকা মোবাইল নম্বর নিয়ে ভয় দেখানো, "যদি কথা না শোনো, মিথ্যে শ্লীলতাহানির কেসে ফাঁসিয়ে দেব!" (Representative image: AI) 
advertisement
5/10
আতঙ্কিত হয়ে মীনা আপসে যান। একবার নয়, একাধিকবার। কখনও গুগল পে, কখনও ফোন পে-তে পাঠিয়ে দেন মোট ৩ লক্ষ টাকারও বেশি।
আতঙ্কিত হয়ে মীনা আপসে যান। একবার নয়, একাধিকবার। কখনও গুগল পে, কখনও ফোন পে-তে পাঠিয়ে দেন মোট ৩ লক্ষ টাকারও বেশি। (Representative image: AI) 
advertisement
6/10
অতিরিক্ত পুলিশ সুপার দিলীপ সাইনি জানান, মহিলার হুমকি থেমে থাকেনি। কখনও নিজেকে আইনজীবী বলে দাবি করতেন, কখনও পুলিশ অফিসার। অন্য দিক থেকে ফোন করে স্বামী প্রহ্লাদ সোনি ও আরও কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি মীনার কাছে টাকাপয়সা দাবি করত। টাকা দিতে অস্বীকার করলেই ভয়—"তোমার নামে এফআইআর হবে, জীবন শেষ হয়ে যাবে!"
অতিরিক্ত পুলিশ সুপার দিলীপ সাইনি জানান, মহিলার হুমকি থেমে থাকেনি। কখনও নিজেকে আইনজীবী বলে দাবি করতেন, কখনও পুলিশ অফিসার। অন্য দিক থেকে ফোন করে স্বামী প্রহ্লাদ সোনি ও আরও কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি মীনার কাছে টাকাপয়সা দাবি করত। টাকা দিতে অস্বীকার করলেই ভয়—"তোমার নামে এফআইআর হবে, জীবন শেষ হয়ে যাবে!" (Representative image: AI) 
advertisement
7/10
তবে মীনা ছিলেন বুদ্ধিমান। হুমকি, দাবি—সবই রেকর্ড করে রেখেছিলেন নিজের মোবাইলে। সেই প্রমাণ নিয়েই ২ মে থানায় অভিযোগ করেন তিনি।
তবে মীনা ছিলেন বুদ্ধিমান। হুমকি, দাবি—সবই রেকর্ড করে রেখেছিলেন নিজের মোবাইলে। সেই প্রমাণ নিয়েই ২ মে থানায় অভিযোগ করেন তিনি। (Representative image: AI) 
advertisement
8/10
মামলার গুরুত্ব বুঝে রেলওয়ে কলোনি থানার অফিসার রামস্বরূপ মীনার নেতৃত্বে গঠিত হয় একটি বিশেষ তদন্তকারী দল। প্রযুক্তির সাহায্য ও গোপন সূত্রে অভিযুক্ত রানি সোনিকে ৬ মে গ্রেফতার করা হয় ঝুনঝুনুর পিলানি এলাকা থেকে।
মামলার গুরুত্ব বুঝে রেলওয়ে কলোনি থানার অফিসার রামস্বরূপ মীনার নেতৃত্বে গঠিত হয় একটি বিশেষ তদন্তকারী দল। প্রযুক্তির সাহায্য ও গোপন সূত্রে অভিযুক্ত রানি সোনিকে ৬ মে গ্রেফতার করা হয় ঝুনঝুনুর পিলানি এলাকা থেকে। (Representative image: AI) 
advertisement
9/10
প্রাথমিক জেরাতেই সব ফাঁস—রানি জানায়, গোটা পরিকল্পনা তার স্বামী প্রহ্লাদ সোনির! তাঁর নির্দেশেই হানিট্র্যাপ, ব্ল্যাকমেল, টাকা আদায়—সবই ঘটেছে একের পর এক।
প্রাথমিক জেরাতেই সব ফাঁস—রানি জানায়, গোটা পরিকল্পনা তার স্বামী প্রহ্লাদ সোনির! তাঁর নির্দেশেই হানিট্র্যাপ, ব্ল্যাকমেল, টাকা আদায়—সবই ঘটেছে একের পর এক।
advertisement
10/10
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখন রানির স্বামী সহ আরও কয়েকজনকে শনাক্ত করার চেষ্টা চলছে। কে কে এই চক্রে যুক্ত, কোথায় কোথায় এমন ঘটনা ঘটেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখন রানির স্বামী সহ আরও কয়েকজনকে শনাক্ত করার চেষ্টা চলছে। কে কে এই চক্রে যুক্ত, কোথায় কোথায় এমন ঘটনা ঘটেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। (Representative image: AI) 
advertisement
advertisement
advertisement