গরমের ছুটির পর শিক্ষকদের বদলি প্রক্রিয়ার নির্দেশিকা জারি করা হবে কি? হাইকোর্টের নির্দেশ মোতাবেক তা জানতে চেয়ে পর্ষদ চিঠি দিয়েছিল রাজ্য স্কুল শিক্ষা দফতরকে। তার উত্তরেই রাজ্য স্কুল শিক্ষা দফতর বদলি প্রক্রিয়ার নির্দেশিকা আপাতত জারি না করার জন্য পর্ষদকে জানিয়েছে, বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের মুখেই ভাঙন তৃণমূলে! মালদহে শাসকদলকে বড় ধাক্কা বিজেপির
advertisement
প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত ভোট পরিচালনা করতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের নির্বাচন কমিশনকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে আদালত৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নিয়ে সিদ্ধান্ত নিতে হবে৷ আদালতের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে৷
আরও পড়ুন: ভোটে হিংসা হানাহানি বন্ধ হোক, সচেতনতায় কবিতা লিখলেন মুদি দোকানী
আদালতের তরফ থেকে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোথায়, কত কেন্দ্রীয় বাহিনী থাকবে, তা নিয়ে আলোচনা করে নির্দিষ্ট করবে কমিশন৷ আর সেই সিদ্ধান্ত নিয়েই ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, এই নির্দেশ দিয়েছে আদালত৷
এ ছাড়াও পুলিশের উর্দি পরে ভোটে কাজ করছে সিভিক ভলেন্টিয়ার, একাধিক ক্ষেত্রে এই অভিযোগ আসার পরে আদালতে মামলা হয়৷ আর আদালতে সেই মামলার প্রেক্ষিতে আদালত জানিয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা করে আইডেন্টিটি কার্ড রাখতে হবে৷ তাঁদের আলাদা আলাদা পরিচয় রাখতে হবে৷