TRENDING:

Madhyamik Result 2024: মাধ্যমিকে জয়জয়কার! দশম স্থানেই খুশি থাকতে হল জেলাকে, চিনে নিন কারা হলেন সেরা?

Last Updated:

Madhyamik Result 2024: মাধ্যমিকের মেধাতালিকায় দশম স্থানেই খুশি থাকতে হল উত্তর ২৪ পরগনাকে। জেলায় দশম স্থানে নাম রয়েছে এক ছাত্রী ও এক ছাত্র। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকের মেধাতালিকায় জায়গা পাওয়ায় খুশি স্বর্নালী ঘোষ ও প্রাঞ্জল গাঙ্গুলীর পরিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: মাধ্যমিকের মেধাতালিকায় দশম স্থানেই খুশি থাকতে হল উত্তর ২৪ পরগনাকে। জেলায় দশম স্থানে নাম রয়েছে এক ছাত্রী ও এক ছাত্র। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকের মেধাতালিকায় জায়গা পাওয়ায় খুশি স্বর্নালী ঘোষ ও প্রাঞ্জল গাঙ্গুলীর পরিবার।
advertisement

পর্ষদের ঘোষণার পর জানা যায়, উত্তর ২৪ পরগনা জেলায় মাধ্যমিক পরীক্ষায় দশম স্থানাধিকারী বারাকপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রী স্বর্ণালী ঘোষ। স্বর্ণালীর বাড়ি সোদপুর ঘোলা পি সি রোড এলাকায়। ছোটবেলায় গত হয়েছেন বাবা। মা-ই তাকে মানুষ করেছে। মেয়ে স্বর্ণালী ঘোষের এই সাফল্যে আজ সকলেই যেন একটু অতিরিক্ত খুশি। মিষ্টিমুখ চলছে স্বর্ণালীর বাড়িতে। ভবিষ্যতে ফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছে স্বর্ণালী ঘোষের।

advertisement

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে ও গান শুনতে ভালবাসে কৃতি এই ছাত্রী। আর তার এই সাফল্যের পেছনে রয়েছে মায়ের অবদান, সহজ স্বীকারোক্তি স্বর্ণালীর। জেলার অপর স্থানাধিকারী বরানগর রামকৃষ্ণ মিশনের ছাত্র প্রাঞ্জল গাঙ্গুলী।

advertisement

দক্ষিণেশ্বর আড়িয়াদহ নিমতলা এলাকার বাসিন্দা প্রমিত গাঙ্গুলীর ছেলে প্রাঞ্জল। বাবা পেশায় রিসার্চ সাইন্টিস্ট, মা সুচরিতা গাঙ্গুলী কেমিস্ট্রি শিক্ষক হাই স্কুলের। প্রাঞ্জল প্রথম থেকেই স্কুলে প্রথম হয় বলেই জানা গিয়েছে। পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চাও রয়েছে প্রাঞ্জলের। নানা জায়গা থেকে প্রচুর পুরস্কার মিলেছে বলেও জানা গিয়েছে। এরপর জেনারেল লাইনেই যাওয়ার ইচ্ছে রয়েছে তার। ফিজিক্স নিয়ে রিসার্চ করার ইচ্ছে রয়েছে মাধ্যমিকের স্থানাধিকারী প্রাঞ্জলের। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৮৪ যা শতাংশের হিসাবে ৯৭.৭১।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Result 2024: মাধ্যমিকে জয়জয়কার! দশম স্থানেই খুশি থাকতে হল জেলাকে, চিনে নিন কারা হলেন সেরা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল