বৃহস্পতিবার শিক্ষা দফতরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ''মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, পাড়ায় শিক্ষালয় চলাকালীন রান্না করা মিড ডে মিল দিতে হবে।'' উল্লেখ্য, আগামী সোমবার থেকে পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের জন্য শুরু হবে পাড়ায় পাড়ায় শিক্ষালয়।
আরও পড়ুন: এবার কি হাইব্রিড মোডে চলবে রাজ্যের স্কুলগুলি? সব নজর সোমবার সকাল সাড়ে দশটায়
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই প্রশাসনিক বৈঠকে জানিয়েছেন, যে শিশুরা এখনও করোনা টিকা পায়নি, তাদের পাড়ায় পাড়ায় শিক্ষালয়ে যেতে হবে। বৃষ্টির দিনে এই ক্লাস করা যাবে না। এছাড়া ক্লাসের জন্য বড় জায়গা বেছে নিতে হবে। বড় জায়গা না থাকলে গাছের তলায় পাড়ায় শিক্ষালয় হবে। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সরস্বতী পুজোর পর আইসিডিএস সেন্টারগুলি পাড়ায় পাড়ায় স্কুল খুলতে পারে। সেক্ষেত্রে মিড ডে মিল বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
আরও পড়ুন: ভিতরে ভর্তি যাত্রী, ধর্মতলার মোড়ে এসেই উল্টে গেল বাস! হাড়হিম ভিডিও প্রকাশ্যে
মুখ্যমন্ত্রীর এহেন নির্দেশের পরই পাড়ায় পাড়ায় শিক্ষালয়ে মিড ডে মিল নিয়ে বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দফতর। পাড়ায় শিক্ষালয় চলাকালীন রান্না করা খাবার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এই বিষয়ে সমস্ত জেলাশাসকদের বার্তাও দেওয়া হয়েছে।