রাজ্য-রাজভবন বিতর্কের মাঝেই রবিবার ফের ৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন আচার্য সিভি আনন্দ বোস ৷ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ারে কোনও অধ্যাপক নন, নিয়োগ প্রাক্তন আইপিএস সিএম রবীন্দ্রনকে৷ এরই সঙ্গে মুর্শিদাবাদ, মহাত্মা গান্ধি, আলিপুরদুয়ার, বিশ্ববাংলা, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়েও উপাচার্য নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন: শুধু অমিতাভ নয়, স্মিতার মৃত্যুর পরই রাজ বব্বরের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন রেখা!
advertisement
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য নিয়োগ করা হয়েছে অধ্যাপক বিবি পাড়িদাকে। কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন অধ্য়াপক নিখিল চন্দ্র রায়, আলিপুরদুয়ারে হলেন রথীন বন্দ্যোপাধ্যায় এবং বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে এলেন দিলীপ মাইতি।
আরও পড়ুন: তিস্তার পারে বসে কাঞ্চনজঙ্ঘা দর্শন, জলপাইগুড়ি শহরে অবিশ্বাস্য দৃশ্য! দেখুন
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল ও রাজ্যের বিবাদ চলছেই। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অভিযোগ ছিল, রাজ্যকে কোনও কিছু না জানিয়েই উপাচার্য নিয়োগ করে চলেছেন আচার্য সিভি আনন্দ বোস। এ নিয়ে দুপক্ষের মধ্যে কটাক্ষও শোনা গিয়েছে একাধিক সময়ে। এরই মধ্যে ফের ১ অক্টোবর ৬ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন আচার্য।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়