NIHFW Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
বিশদ নোটিশের লিঙ্ক-
advertisement
http://www.nihfw.org/Doc/Vacancy%20Notice%20CHI-%20IT%20Jobs%20for%20CoVID%20Portal%20(1).pdf
NIHFW Recruitment 2021: বিশেষ ঘোষণা
এটি ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের একটি প্রকল্পে (স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে) COVID-19 আইটি অ্যাপ্লিকেশনের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আহ্বান জানিয়েছে। মূলত চুক্তির ভিত্তিতে বিভিন্ন পদ পূরণ করা হবে।
আরও পড়ুন - বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! কোথায় এবং কী ভাবে আবেদন করবেন?
NIHFW Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
NIHFW Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
ম্যানেজার/ সিনিয়র টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার | ১টি পদ |
প্রোডাক্ট ম্যানেজার/ টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার | ১টি পদ |
টিম লিডার/ আর্কিটেক্ট | ২টি পদ |
ডেটাবেস অ্যাডমিন | ১টি পদ |
আর্কিটেক্ট (সিস্টেম অ্যাডমিন) | ১টি পদ |
আর্কিটেক্ট (সিকিউরিটি অ্যাডমিন) | ১টি পদ |
ডেটা অ্যানালিস্ট | ১টি পদ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার (NIHFW)
পদের নাম: ম্যানেজার/ সিনিয়র টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার/ টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার ইত্যাদি
শূন্যপদের সংখ্যা: ৮
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ৩১.১২.২০২১
আরও পড়ুন - নামী সংস্থায় ম্যানেজার পদে নিয়োগ! কোথায় এবং কী ভাবে আবেদন করবেন?
NIHFW Recruitment 2021: আবেদন পদ্ধতি
প্রার্থীদের অফিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি সম্পূর্ণ পূরণ করে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট সহ অনলাইনেই সাবমিট করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীদের chivacancy@nihfw.org মেইল আইডিতে ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখের বিকেল ৫টার মধ্যে আবেদন পাঠাতে হবে। ইন্টারভিউয়ের সময় জমা দেওয়া সমস্ত ডকুমেন্টের অ্যাটেস্টেড করা কপি সঙ্গে নিয়ে আসতে হবে।