MECON Limited Executive Recruitment 2021: নামী সংস্থায় ম্যানেজার পদে নিয়োগ! কোথায় এবং কী ভাবে আবেদন করবেন?
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
MECON Limited Executive Recruitment 2021: প্রার্থীদের আগামী ২৫ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি মেটালার্জিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস লিমিটেডের (Metallurgical & Engineering Consultants Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ম্যানেজার (manager) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
MECON Limited Executive Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৬ নভেম্বর থেকে। প্রার্থীদের আগামী ২৫ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
MECON Limited Executive Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৭৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
MECON Limited Executive Recruitment 2021: শূন্যপদ বিস্তারিত বিবরণ
ডেপুটি ম্যানেজার: ৭টি পদ
ম্যানেজার: ২২টি পদ
সিনিয়র ম্যানেজার: ৪টি পদ
এজিএম: ২টি পদ
ডিজিএম: ৩টি পদ
জিএম: ৫টি পদ
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | মেটালার্জিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস লিমিটেড (MECON Limited) |
পদের নাম | ম্যানেজার |
শূন্যপদের সংখ্যা | ৭৮কিছু জানানো হয়নি |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু | ২৬.১১.২০২১ |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ২৫.১২.২০২১ |
advertisement
MECON Limited Executive Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, বয়সসীমা ইত্যাদি বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন- http://orclsvr.meconinfo.co.in/ords/apex_util.get_blob?s=11190662961707&a=101&c=80009183145694311&p=101&k1=1037&k2=&ck=PSfN7EJIqOOh2LKU9nbQIg6AQx0&rt=IR
MECON Limited Executive Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের মূলত পার্সোনাল ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে নির্বাচন করা হবে। প্রার্থীদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে একটি বাছাই তালিকা প্রকাশ করে ইন্টারভিউয়ের জন্য নির্বাচন করা হবে। ইন্টারভিউয়ের তারিখ ও স্থান পরবর্তীতে প্রার্থীদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
MECON Limited Executive Recruitment 2021: আবেদন ফি
জেনারেল, অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণির প্রার্থী, ওবিসি (এনসিএল) ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০০ টাকা ধার্যকরা হলেও তফসিলি জাতি ও উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন চাকরিজীবীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।
Location :
First Published :
December 01, 2021 11:56 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
MECON Limited Executive Recruitment 2021: নামী সংস্থায় ম্যানেজার পদে নিয়োগ! কোথায় এবং কী ভাবে আবেদন করবেন?