University of Hyderabad Faculty Recruitment 2021: বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! কোথায় এবং কী ভাবে আবেদন করবেন?

Last Updated:

University of Hyderabad Faculty Recruitment 2021: প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

#হায়দরাবাদ: সম্প্রতি হায়দরাবাদ ইউনিভার্সিটির (University of Hyderabad) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ফ্যাকাল্টি (Faculty) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা হায়দরাবাদ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
University of Hyderabad Faculty Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
University of Hyderabad Faculty Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৫২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
University of Hyderabad Faculty Recruitment 2021: শূন্যপদ বিস্তারিত বিবরণ
প্রফেসর: ১৬টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসর: ৩১টি পদ
advertisement
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ৫টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাহায়দরাবাদ ইউনিভার্সিটি (University of Hyderabad)
পদের নামফ্যাকাল্টি
শূন্যপদের সংখ্যা৫২
কাজের স্থানহায়দরাবাদ
কাজের ধরনস্থায়ী পদ
নির্বাচন পদ্ধতি কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন৩১.১২.২০২১
advertisement
University of Hyderabad Faculty Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, বয়সসীমা ইত্যাদি বিষয়ে আরও অধিক জানতে এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।
University of Hyderabad Faculty Recruitment 2021: আবেদন ফি
advertisement
অন্যান্য পিছিয়ে পড়া বর্গের প্রার্থী এবং ট্রান্সজেন্ডার প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০০ টাকা। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। তফসিলি জাতি ও উপজাতি বর্গের প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।
University of Hyderabad Faculty Recruitment 2021: অন্যান্য বিষয়
প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে https://uohyd.ac.in/careers-uoh/ গিয়ে আবেদনপত্রটি সম্পূর্ণ পূরণ করতে হবে। এর পর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়- ‘Deputy Registrar, Recruitment Cell, Room No 221 (First Floor), Administration Building, University of Hyderabad, Prof. C R Rao Road, Gachibowli, Hyderabad-500046’।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
University of Hyderabad Faculty Recruitment 2021: বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! কোথায় এবং কী ভাবে আবেদন করবেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement