TRENDING:

NEET UG Result: অভাব-অনটনকে বুড়ো আঙুল, জেদের বশেই ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ সুন্দরবনের বিদিশার

Last Updated:

NEET UG Result: কোচিং সেন্টারের ক্লাস নয়, ইউটিউবের ভিডিওই ছিল তার শিক্ষক। প্রখর ইচ্ছাশক্তি আর নিজের উপর অগাধ বিশ্বাসই ছিল তার আসল পুঁজি। আর আজ, সেই অদম্য মেয়েটিই নিট পরীক্ষায় সাফল্য পেয়ে প্রমাণ করে দিয়েছে স্বপ্ন বড় হলে, পরিস্থিতি নয়, মন-ই সবকিছু। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগণা: সুন্দরবনের রিকশাচালকের মেয়ে বিদিশার NEET জয়। অভাব, প্রতিকূলতা আর সীমাহীন বাধা—এই ছিল তাঁর নিত্যসঙ্গী। তবু স্বপ্ন দেখেছিল সে, আর সেই স্বপ্নকে আঁকড়ে ধরে লড়ে গিয়েছে প্রতিটি মুহূর্তে। আর আজ, সেই স্বপ্নের ঠিকানা স্পষ্ট—ডাক্তার হওয়ার পথে বড় এক ধাপ এগিয়ে গেল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের মেয়ে বিদিশা বর।
advertisement

সুন্দরবনের এক কোণায়, বাঁশতলা গ্রামের অতি সাধারণ এক পরিবারে জন্ম বিদিশার। বাবা কলকাতায় রিকশা চালিয়ে কোনওমতে সংসার চালান। একটি মাত্র ঘরের মধ্যে মা-বাবা আর প্রতিদিনের হালচাল। পড়ার কোনও নিরিবিলি পরিবেশ নেই, নেই আলাদা পড়ার টেবিল কিংবা নিটের জন্য কোচিং করার সামর্থ্য। তবুও থেমে যায়নি বিদিশার লড়াই।

আরও পড়ুন-‘জীবন অনিশ্চিত…!’, অন্ধকারে তলিয়ে গেলেন অমিতাভ? আচমকা কী হল বিগ -বির? পোস্ট ভাইরাল হতেই ঘুম উড়ল ভক্তদের

advertisement

বিদিশা বলছে, ‘অনেক সময় বাড়িতে মন বসাতে পারিনি। তখন পুকুরপাড়ে গিয়ে বসতাম, কখনও মাঠের এক কোণে। মাথায় শুধু একটা কথাই ছিল- আমাকে ডাক্তার হতে হবে। কারণ আমাদের মতো গ্রামের মানুষদের চিকিৎসার জন্য দূরে যেতে হয়। আমি চাই, এই মানুষগুলোর পাশে দাঁড়াতে।’

View More

আরও পড়ুন-ভোর ৩-৪টে বাজলেই কি রোজ ঘুম ভাঙছে? কিসের সঙ্কেত দিচ্ছে প্রকৃতি? ‘অলৌকিক’ কিছু ঘটছে না তো জীবনে? জ্যোতিষীর কথা শুনলে আঁতকে উঠবেন

advertisement

কোচিং সেন্টারের ক্লাস নয়, ইউটিউবের ভিডিওই ছিল তার শিক্ষক। প্রখর ইচ্ছাশক্তি আর নিজের উপর অগাধ বিশ্বাসই ছিল তার আসল পুঁজি। আর আজ, সেই অদম্য মেয়েটিই নিট পরীক্ষায় সাফল্য পেয়ে প্রমাণ করে দিয়েছে স্বপ্ন বড় হলে, পরিস্থিতি নয়, মন-ই সবকিছু। বিদিশার সাফল্য শুধু তার নিজের নয়—এই জয় গোটা সুন্দরবনের, এই জয় সেই সব মেয়েদের যাদের স্বপ্ন বাঁচিয়ে রাখে শুধু সাহস আর সাধনায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জুলফিকার মোল্যা 

বাংলা খবর/ খবর/শিক্ষা/
NEET UG Result: অভাব-অনটনকে বুড়ো আঙুল, জেদের বশেই ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ সুন্দরবনের বিদিশার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল