ওয়াসিমের বাবা পেশায় লরি চালক, মা গৃহবধূ। একসময় নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা ছিল পরিবারের। আর্থিক অনটনের জেরে নিজের দুটি গাড়ি বিক্রি করেছিলেন বাবা। এখন অন্যের গাড়ি চালিয়ে কোনরকম ভাবে সংসারের হাল ধরছেন। তবে এবারে সেই কষ্টের ক্লান্তি দূর হবে বাবার। ছেলের এমন সাফল্যে আনন্দ মুখরিত হয়ে উঠেছে গোটা পরিবার।
advertisement
ওয়াসিমের মা হাসনারা বিবি জানান, “অনেক কষ্ট করে দুই ছেলেকে বড় করেছি। বড় ছেলে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার জন্য। আজ সফল হয়েছে খুব ভাল লাগছে।” প্রত্যন্ত গ্রামের ছোট্ট একটি টিনের ঘরে বসেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল মোহাম্মদ ওয়াসিম। পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের বেহুলা নদী তীরবর্তী বাঁশহাট্টা মৌলপুর গ্রামে বাড়ি ওয়াসিমের। মালদহের লরি চালকের ছেলের এমন সাফল্য অনুপ্রেরণা যোগাবে জেলার পড়ুয়াদের।
জিএম মোমিন।