NVS Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: পাবলিক সার্ভিস কমিশনে প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন? জানুন...
NVS Recruitment 2021: শূন্য পদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১০টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
NVS Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
জেনারেল ম্যানেজার (কনস্ট্রাকশন): ১টি পদ
ডেপুটি কমিশনার (ফাইন্যান্স): ১টি পদ
অ্যাকাউন্টস অফিসার: ৮টি পদ
আরও পড়ুন: দিল্লি স্কিল এবং অন্ত্রেপ্রেনরশিপ ইউনিভার্সিটিতে নিয়োগ! কীভাবে আবেদন করবেন? জানুন...
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | নবোদয়া বিদ্যালয় সমিতি (Navodaya Vidyalaya Samiti) |
পদের নাম: | জেনারেল ম্যানেজার (কনস্ট্রাকশন), ডেপুটি কমিশনার (ফাইন্যান্স), অ্যাকাউন্টস অফিসার ইত্যাদি |
শূন্য পদের সংখ্যা: | ১০ |
কাজের স্থান: | নয়ডা, ভোপাল, চণ্ডীগড়, হায়দ্রাবাদ, জয়পুর, লখনউ, পটনা, পুনে এবং শিলং |
কাজের ধরন: | অস্থায়ী |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | জেনারেল ম্যানেজার (কনস্ট্রাকশন): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক ডিগ্রি, কনস্ট্রাকশন, প্ল্যানিংয়ে ও নানান সিভিল প্রজেক্টে ১২ বছরের কাজের অভিজ্ঞতা ডেপুটি কমিশনার (ফাইন্যান্স), অ্যাকাউন্টস অফিসার: সেন্ট্রাল/ স্টেট/ সেমি গভর্নমেন্ট অথবা অটোনমাস কোনও প্রতিষ্ঠানে অফিসার পদপ্রার্থী |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: ৩০.১২.২০২২
NVS Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
জেনারেল ম্যানেজার (কনস্ট্রাকশন): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও কনস্ট্রাকশন, প্ল্যানিং ও নানান সিভিল প্রজেক্টে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ডেপুটি কমিশনার (ফাইন্যান্স), অ্যাকাউন্টস অফিসার: সেন্ট্রাল/ স্টেট/ সেমি গভর্নমেন্ট অথবা অটোনমাস কোনও প্রতিষ্ঠানে অফিসার পদে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য।
NVS Recruitment 2021: বয়সসীমা
আবেদনের বয়সসীমা ৩০ ডিসেম্বর, ২০২১ তারিখ অনুযায়ী ৫৫ বছরের ঊর্ধ্বে হওয়া কাম্য নয়।
NVS Recruitment 2021: অন্যান্য বিষয়
প্রার্থীদের মূলত ৩ বছরের ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে, পরবর্তীতে নিয়োগের সময়সীমা ৫ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। নিয়োগ প্রক্রিয়া চলবে নয়ডা, ভোপাল, চণ্ডীগড়, হায়দ্রাবাদ, জয়পুর, লখনউ, পাটনা, পুনে, শিলং ইত্যাদি স্থানে।