Recruitment 2021|| পাবলিক সার্ভিস কমিশনে প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন? জানুন...
- Published by:Shubhagata Dey
Last Updated:
UKPSC Recruitment 2021: বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৮ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি উত্তরাখণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (Uttarakhand Public Service Commission) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রতিষ্ঠানের ukpsc.gov. in। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৮ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন পদে নিয়োগ, আবেদন প্রক্রিয়া জানুন...
শূন্য পদের বিস্তারিত বিবরণ:
প্রার্থীদের ইনফরমেশন অফিসার, স্ট্যাটিস্টিক্স অফিসার, ফিনান্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিভিশন ট্রান্সপোর্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার, ডেপুটি এডুকেশন অফিসার, স্টাফ অফিসার, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডেপুটি কালেক্টর, স্টেট ট্যাক্স কালেক্টর, রেজিস্ট্রার এবং অন্যান্য পদে নিয়োগ করা হবে।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | উত্তরাখণ্ড পাবলিক সার্ভিস কমিশন (UKPSC) |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার, ডেপুটি এডুকেশন অফিসার, স্টাফ অফিসার |
শূন্য পদের সংখ্যা | কিছু জানানো হয়নি |
কাজের স্থান | উত্তরাখণ্ড |
কাজের ধরন | সরকারি |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ২৮.১২.২০২১ |
advertisement
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীদের বিশ্ববিদ্যালয় বা কোনও প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষিত হতে হবে।
আরও পড়ুন: ভারতীয় নৌ-সেনায় প্রচুর নিয়োগ! কীভাবে আবেদন করবেন? জানুন...
বয়সসীমা:
২১ থেকে ৪২ বছরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে আরও বিশদে তথ্য জানতে এই লিঙ্কটি https://ukpsc.gov.in/files/short_Vigyapti.pdf ব্যবহার করে দেখতে পারেন।
advertisement
আবেদন পদ্ধতি:
*অফিসিয়াল ওয়েবসাইট- ukpsc.gov-এ যেতে হবে
*হোমপেজে রিক্রুটমেন্ট লিঙ্কে ক্লিক করতে হবে
*বিজ্ঞপ্তিতে ক্লিক করে "Regarding the release, advertisement, additional advertisement/corrigendum and online application for Uttarakhand Combined State Civil / Upper Subordinate Services Examination-2021 (08-12-2021)." লেখাটিতে ক্লিক করতে হবে
আরও পড়ুন: প্রচুর পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে এই স্বনামধন্য প্রতিষ্ঠান, বিস্তারিত জানুন এক ঝলকে...
*প্রার্থীদের প্রয়োজনীয় ব্যক্তিগত বিবরণ পূরণ করতে হবে
advertisement
*এর পরে আবেদনপত্রটি পূরণ করতে হবে
*আবেদন ফি জমা দিতে হবে ১৭৬.৫৫ টাকা
*ফর্মটি ডাউনলোড করে ভবিষ্যতের রেফারেন্সের জন্য সংরক্ষণ করে রাখতে হবে।
Location :
First Published :
December 11, 2021 4:55 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021|| পাবলিক সার্ভিস কমিশনে প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন? জানুন...