#নয়াদিল্লি: সম্প্রতি দিল্লি স্কিল এবং অন্ত্রেপ্রেনরশিপ ইউনিভার্সিটির (Delhi Skill and Entrepreneurship University) তরফে একটি বিজ্ঞপ্তি জারি বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রতিষ্ঠানের dseu.ac.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২০ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন ও অফলাইন-- দু’ভাবেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: পাবলিক সার্ভিস কমিশনে প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন? জানুন...
শূন্য পদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৫১টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্য পদের বিস্তারিত বিবরণ:
শূন্য পদ | সংখ্যা |
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/ অফিস অ্যাসিস্ট্যান্ট | ৪২ |
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট | ৩ |
প্রোগ্রাম অফিসার/ এএসও | ৪ |
অফিস সুপারিন্টেন্ডেন্ট | ২ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | দিল্লি স্কিল এবং অন্ত্রেপ্রেনরশিপ ইউনিভার্সিটি (Delhi Skill and Entrepreneurship University) |
পদের নাম | জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/ অফিস অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি |
শূন্য পদের সংখ্যা | ৫১ |
কাজের স্থান | দিল্লি |
কাজের ধরন | সরকারি |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন ও অফলাইন |
আবেদনের শেষ দিন | ২০.১২.২০২২ |
আরও পড়ুন: ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন পদে নিয়োগ, আবেদন প্রক্রিয়া জানুন...
নির্বাচন প্রক্রিয়া:
প্রার্থীদের প্রয়োজন অনুসারে নির্বাচনের জন্য লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট নেওয়া হবে। দুটি ভাষা হিন্দি ও ইংরেজীতে প্রশ্ন থাকবে। প্রার্থীদের ভাষার প্রশ্নপত্র ছাড়া অন্যান্য প্রশ্নের জন্য নিজেদের পছন্দ অনুযায়ী ভাষা নির্বাচন করতে পারবেন।
আরও পড়ুন: ভারতীয় নৌ-সেনায় প্রচুর নিয়োগ! কীভাবে আবেদন করবেন? জানুন...
প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে আরও বিশদে তথ্য জানতে এই লিঙ্কটি https://dseu.ac.in/wp-content/uploads/2021/12/Advt-01-11-2021.pdf ব্যবহার করে দেখতে পারেন।
আবেদন পদ্ধতি:
অনলাইনে আবেদন করা ফর্মটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়, ‘OSD(Recruitment), Room No. 312, 3rd Floor, Delhi Skill and Entrepreneurship University, Integrated Institute of Technology Complex, Sector – 9, Dwarka, New Delhi – 110077’।
আবেদন ফি:
জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের জন্য ৫০০ টাকা আবেদন ফি এবং অন্যান্য ক্যাটেগরির প্রার্থীদের জন্য ২৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Recruitment 2021