NTPC Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২১ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে নিয়োগ চলছে, জেনে নিন বিশদে
NTPC Recruitment 2022: কীভাবে আবেদন করতে হবে
আগ্রহী প্রার্থীদের আবেদন করতে NTPC-এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.ntpc.co.in-এ যেতে হবে।
আরও পড়ুন: সরকারি এই সংস্থায় ম্যানেজার পদে বিপুল পরিমাণে নিয়োগ, জানুন বিশদে
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (National Thermal Power Corporation) |
পদের নাম: | একজিকিউটিভ ট্রেইনি – এইচআর, একজিকিউটিভ ট্রেইনি – ফিনান্স, একজিকিউটিভ ট্রেইনি - ফিনান্স (CA/CMA) |
শূন্যপদের সংখ্যা: | ৬০ |
কাজের স্থান: | কিছু জানানো হয়নি |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | মাসিক ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা |
আবেদন পদ্ধতি: | অফলাইন |
আবেদনের শেষ দিন: ২১.০৩.২০২২
NTPC Recruitment 2022: বয়সসীমা
২১ মার্চ, ২০২২ তারিখে প্রার্থীদের সর্বোচ্চ বয়স ২৯ হতে হবে।
NTPC Recruitment 2022: বেতন স্কেল
নির্বাচিত প্রার্থীদের ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা (E1 গ্রেড) বেতন স্কেলে রাখা হবে।
NTPC Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৬০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
একজিকিউটিভ ট্রেইনি - ফিনান্স (CA/CMA): ২০টি পদ (UR - ২০, EWS - ১, OBC - ৫, SC - ৩, ST - ১)
একজিকিউটিভ ট্রেইনি - ফিনান্স (এমবিএ-ফিন): ১০টি পদ (ইউআর - ৬, ইডব্লিউএস - ১, ওবিসি - ২, এসসি - ১)
একজিকিউটিভ ট্রেইনি – এইচআর: ৩০ টি পদ (UR - ১৪, EWS - ২, OBC - ৮, SC - ৪, ST - ২)