Check : পশ্চিমবঙ্গ এইচএস ফলাফল 2023
Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
advertisement
আরও পড়ুন: দেখা যাচ্ছে রেজাল্ট, এখানে ক্লিক করেই দেখে নিন মাধ্যমিকের ফলাফল
ইতিমধ্যেই আজ সকালে প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ফলাফল। তবে নদিয়া জেলার ফলাফল আশানুরূপ হয়নি এই বছরে। নদিয়া জেলায় প্রথম দশের তালিকায় স্থান পেয়েছেন মাত্র একজন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় আশানরূপ হইনি নদিয়া জেলার ফলাফল।
আরও পড়ুন: মাধ্যমিকে ষষ্ঠ বালুরঘাটের সতীর্থ সাহা! প্রাপ্ত নম্বর ৬৮৭
মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশের মধ্যে দশম স্থান অধিকার করেছে কৃষ্ণনগর গড়াইপাড়া আমিনবাজারের বাসিন্দা কৃষ্ণনগর হোলি ফ্যামিলি গার্লস হাই স্কুলের ছাত্রী তোষালি ঘোষ। তার মোট প্রাপ্ত নম্বর ৬৮৩ ফলাফল ঘোষণা হওয়ার পর সে জানায়, ” খুব ভালো লাগছে এতটা ফলাফল প্রাপ্ত হবে আশা করিনি। তবে আর একটু পেলে খুশি হতাম।” আগামী দিনে মহাকাশ বিষয় সম্পর্কে পড়াশোনা করতে চাই বলে জানায় তোষালি।
মৈনাক দেবনাথ