মূলত সেই কারণেই বই দিবস পালন করা হল নদিয়া জেলার কোতোয়ালি থানার অন্তর্গত গোয়ালদহ মহিষ ন্যাংড়া জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে।গোয়ালদহ মহিষ ন্যাংড়া জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে বই দিবস পালিত হল বৃহস্পতিবার। জানা গিয়েছে, মোট ২৫০ জন ছাত্রছাত্রীর হাতে বই তুলে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা সামগ্রী এবং ছাত্র-ছাত্রীরা যাতে খেলাধুলোয় মনোযোগী হয় তার জন্য ক্যারাম বোর্ড দেওয়া হয় তাদের।
advertisement
আরও পড়ুন: শীতের হাওয়ায় লাগল কাঁপনের দিন শেষ? বৃষ্টি-কুয়াশার সতর্কতা থাকলেও আবহাওয়ার বিরাট বদলের পূর্বাভাস
স্কুল সূত্রে জানা গিয়েছে, এই বই দিবস প্রতি বছরই পালন করা হয়। এদিনের বই দিবসে স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। একই সঙ্গে নবীন বরণ এবং সাংস্কৃতির অনুষ্ঠানও করা হয়।
আরও পড়ুন: মিড ডে মিলে সাপ! এবার আরও বড় কাণ্ড, আরও অস্বাস্থ্যকর ছবি বোলপুরে
ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয় স্কুলের পক্ষ থেকে। এদিন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিগণ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্কুলে প্রধান শিক্ষক এবং শিক্ষক-শিক্ষিকাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টরা।
মৈনাক দেবনাথ