‘যোগ্য’ শিক্ষক-শিক্ষা কর্মীর আন্দোলনের অন্যতম নেতা মেহবুব মণ্ডল বলেন, ‘‘আমরা ‘যোগ্য’ এবং নিরাপরাধ হওয়ার পরেও মৃত্যু যন্ত্রণা ভোগ করছি। এই যন্ত্রণার সূত্রপাত সরকার করেছে এর শেষ ও সরকারকেই করতে হবে। যে কোনও মূল্যে আমাদের হকের চাকরি ফিরিয়ে দিতে হবে।’’
advertisement
প্রথমে বিকাশ ভবন এবং তারপর হাইকোর্টের নির্দেশে সেন্ট্রাল পার্কের সামনে টানা ৬৮ দিন ধরে অবস্থান চালাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। এর মধ্যে ২১ দিন ধরে অনশনও করেন ‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকারা। এরপর চাকরিহারারা অনশন আন্দোলন প্রত্যাহার করলেও নবান্ন অভিযান ও দিল্লি চলো ডাক দেন। সোমবার নবান্ন অভিযান এবং পরের সপ্তাহে দিল্লিতে পর পর তিন দিন মহা আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা। এর মাধ্যমে সমাজের বৃহত্তর অংশের কাছে তাঁদের দাবির কথা তুলে ধরতে চান। বর্তমানে যে ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’র শিকার হয়েছেন তাঁরা, তা দেশের মানুষকে জানাতে চান।
আরও পড়ুন– ‘মাঝে মাঝে জীবন আমাদের ভিন্ন পথে নিয়ে যায়…’ কাশ্যপের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা সাইনার
অন্যতম নেতা এই আন্দোলনের চিন্ময় মণ্ডল বলেন, ‘‘আমি আজ নবান্ন অভিযানে স্নান করে যাব না। স্নানের জন্য জল কামানের ব্যবস্থা করেছে শুনলাম। সত্যিই মানবিক সরকার হয় সঙ্গে খাবার হিসেবে ‘যোগ্য’ ‘অযোগ্য’- দের তালিকা এবং ওএমআরগুলিও দেবেন। দেশের শীর্ষ আদালতের সাম্প্রতিক রায়ে ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল বাতিল হওয়ায় এক দিকে যেমন ২৫,৭৫৩ জন শিক্ষক এবং তাঁদের পরিবারের সদস্যদের জীবনে চরম আঁধার নেমে এসেছে, তেমনই রাজ্যের গোটা শিক্ষাব্যবস্থাও গভীর সঙ্কটে পড়েছে। এর থেকে মুক্তি পেতেই আমরা মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের সঙ্গে দেখা করে কথা বলতে এবং এর সমাধান চাই।’’
আরও পড়ুন– DMart: ডি-মার্টের পুরো নাম জানেন? এত কম দামে জিনিস বিক্রি করার রহস্য লুকিয়ে আছে সেখানেই
চাকরিহারারা জানাচ্ছেন, ‘‘তাঁরা শান্তিপূর্ণ ভাবে মিছিল করবেন। সরকার যদি তাঁদের দাবি মেনে দেখা না করেন এবং বলপূর্বক মিছিল আটকাবার চেষ্টা করে তাহলে তাঁরা বিকল্প ব্যবস্থা গ্রহণ করবেন। যোগ্য চাকরিহারাদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে আজ, সোমবার সকাল থেকে নবান্ন সংলগ্ন এলাকায় করা নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। রাখা হয়েছে লোহার ব্যারিকেড, মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ ও।’’