TRENDING:

নবান্ন অভিযানে ‘যোগ্য’ শিক্ষকরা, হারানো চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এবার নবান্নে চাকরিহারারা

Last Updated:

সপ্তাহের প্রথম দিন সোমবার হাওড়া স্টেশনে সকাল সাড়ে ১১টায় জমায়েত করেন ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষকারা। তারপর সেখান থেকে মিছিল করে তাদের যাওয়ার কথা নবান্নে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ১৪ জুলাই অর্থাৎ আজ, সোমবার নবান্ন অভিযানে ‘যোগ্য’ শিক্ষকরা। ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’-দের তালিকা প্রকাশ ও রিভিউ পিটিশনের মাধ্যমে হারানো চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এবার নবান্নে চাকরিহারারা। সপ্তাহের প্রথম দিন সোমবার হাওড়া স্টেশনে সকাল সাড়ে ১১টায় জমায়েত করেন ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষকারা। তারপর সেখান থেকে মিছিল করে তাদের যাওয়ার কথা নবান্নে।
নবান্ন অভিযানে ‘যোগ্য’ শিক্ষকরা (File Photo/Representative Image)
নবান্ন অভিযানে ‘যোগ্য’ শিক্ষকরা (File Photo/Representative Image)
advertisement

‘যোগ্য’ শিক্ষক-শিক্ষা কর্মীর আন্দোলনের অন্যতম নেতা মেহবুব মণ্ডল বলেন, ‘‘আমরা ‘যোগ্য’ এবং নিরাপরাধ হওয়ার পরেও মৃত্যু যন্ত্রণা ভোগ করছি। এই যন্ত্রণার সূত্রপাত সরকার করেছে এর শেষ ও সরকারকেই করতে হবে। যে কোন‌ও মূল্যে আমাদের হকের চাকরি ফিরিয়ে দিতে হবে।’’

আরও পড়ুন– ভারত যেখানে খুশি আক্রমণ করতে পারে ! অপারেশন সিঁদুর প্রসঙ্গে পাকিস্তান ও চিনের মুখোশ খুলে দিলেন আমেরিকান যুদ্ধ বিশেষজ্ঞ

advertisement

প্রথমে বিকাশ ভবন এবং তারপর হাইকোর্টের নির্দেশে সেন্ট্রাল পার্কের সামনে টানা ৬৮ দিন ধরে অবস্থান চালাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। এর মধ্যে ২১ দিন ধরে অনশন‌ও করেন ‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকারা। এরপর চাকরিহারারা অনশন আন্দোলন প্রত্যাহার করলেও নবান্ন অভিযান ও দিল্লি চলো ডাক দেন। সোমবার নবান্ন অভিযান এবং পরের সপ্তাহে দিল্লিতে পর পর তিন দিন মহা আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা। এর মাধ্যমে সমাজের বৃহত্তর অংশের কাছে তাঁদের দাবির কথা তুলে ধরতে চান। বর্তমানে যে ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’র শিকার হয়েছেন তাঁরা, তা দেশের মানুষকে জানাতে চান।

advertisement

আরও পড়ুন– ‘মাঝে মাঝে জীবন আমাদের ভিন্ন পথে নিয়ে যায়…’ কাশ্যপের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা সাইনার

অন্যতম নেতা এই আন্দোলনের চিন্ময় মণ্ডল বলেন, ‘‘আমি আজ নবান্ন অভিযানে স্নান করে যাব না। স্নানের জন্য জল কামানের ব্যবস্থা করেছে শুনলাম। সত্যিই মানবিক সরকার হয় সঙ্গে খাবার হিসেবে ‘যোগ্য’ ‘অযোগ্য’- দের তালিকা এবং ওএমআরগুলিও দেবেন। দেশের শীর্ষ আদালতের সাম্প্রতিক রায়ে ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল বাতিল হওয়ায় এক দিকে যেমন ২৫,৭৫৩ জন শিক্ষক এবং তাঁদের পরিবারের সদস্যদের জীবনে চরম আঁধার নেমে এসেছে, তেমনই রাজ্যের গোটা শিক্ষাব্যবস্থাও গভীর সঙ্কটে পড়েছে। এর থেকে মুক্তি পেতেই আমরা মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের সঙ্গে দেখা করে কথা বলতে এবং এর সমাধান চাই।’’

advertisement

আরও পড়ুন– DMart: ডি-মার্টের পুরো নাম জানেন? এত কম দামে জিনিস বিক্রি করার রহস্য লুকিয়ে আছে সেখানেই

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলায় বসেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন! আসানসোলবাসীর জন্য দারুণ চমক
আরও দেখুন

চাকরিহারারা জানাচ্ছেন, ‘‘তাঁরা শান্তিপূর্ণ ভাবে মিছিল করবেন। সরকার যদি তাঁদের দাবি মেনে দেখা না করেন এবং বলপূর্বক মিছিল আটকাবার চেষ্টা করে তাহলে তাঁরা বিকল্প ব্যবস্থা গ্রহণ করবেন। যোগ্য চাকরিহারাদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে আজ, সোমবার সকাল থেকে নবান্ন সংলগ্ন এলাকায় করা নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। রাখা হয়েছে লোহার ব্যারিকেড, মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ ও।’’

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
নবান্ন অভিযানে ‘যোগ্য’ শিক্ষকরা, হারানো চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এবার নবান্নে চাকরিহারারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল