Saina Nehwal Separation: ‘মাঝে মাঝে জীবন আমাদের ভিন্ন পথে নিয়ে যায়...’ কাশ্যপের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা সাইনার

Last Updated:
Saina Nehwal announces Separation from Parupalli Kashyap: বিয়ের সাত বছর পর দু’জনে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। স্বামীর সঙ্গে আলাদা হওয়ার কথা সাইনা নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়েছেন। রবিবার হঠাৎই তাঁদের আলাদা হওয়ার কথা জানালেন সাইনা নেহওয়াল।
1/5
চরম দুঃসংবাদ। বিয়ে ভাঙল ব্যাডমিন্টনের তারকা দম্পতি সাইনা-কাশ্যপের। ভারতের ব্যাডমিন্টন তারকা ও অলিম্পিক মেডেলজয়ী সাইনা নেহওয়াল এবং তাঁর স্বামী পারুপল্লি কাশ্যপ একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ দিনের সম্পর্কে থাকার পর দু’জনের বিয়ে হয়েছিল ২০১৮ সালের ১৪ ডিসেম্বর। সাইনার অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক রয়েছে। একটা সময় তিনি বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন। পারুপল্লী কাশ্যপও কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন।
চরম দুঃসংবাদ। বিয়ে ভাঙল ব্যাডমিন্টনের তারকা দম্পতি সাইনা-কাশ্যপের। ভারতের ব্যাডমিন্টন তারকা ও অলিম্পিক মেডেলজয়ী সাইনা নেহওয়াল এবং তাঁর স্বামী পারুপল্লি কাশ্যপ একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ দিনের সম্পর্কে থাকার পর দু’জনের বিয়ে হয়েছিল ২০১৮ সালের ১৪ ডিসেম্বর। সাইনার অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক রয়েছে। একটা সময় তিনি বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন। পারুপল্লী কাশ্যপও কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন।
advertisement
2/5
বিয়ের সাত বছর পর দু’জনে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। স্বামীর সঙ্গে আলাদা হওয়ার কথা সাইনা নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়েছেন। রবিবার হঠাৎই তাঁদের আলাদা হওয়ার কথা জানালেন সাইনা নেহওয়াল।
বিয়ের সাত বছর পর দু’জনে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। স্বামীর সঙ্গে আলাদা হওয়ার কথা সাইনা নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়েছেন। রবিবার হঠাৎই তাঁদের আলাদা হওয়ার কথা জানালেন সাইনা নেহওয়াল।
advertisement
3/5
ভারতের আরেক ব্যাডমিন্টন তারকা পারুপাল্লি কাশ্যপের সঙ্গে বিয়ে হয়েছিল সাইনার। ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের খবর জানিয়ে সাইনা লেখেন, “মাঝে মাঝে জীবন আমাদের ভিন্ন পথে নিয়ে যায়। অনেক কিছু ভেবে পারুপাল্লি কাশ্যপ এবং আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। নিজেদের জন্য এবং পরস্পরের জন্য আমরা শান্তি, বৃদ্ধি এবং নিরাময়কে বেছে নিয়েছি। যে স্মৃতিগুলো রয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আশা করি সামনের দিকে এগিয়ে যাব। এর বেশি কিছু চাই না। আমাদের বোঝার জন্য এবং গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ।”
ভারতের আরেক ব্যাডমিন্টন তারকা পারুপাল্লি কাশ্যপের সঙ্গে বিয়ে হয়েছিল সাইনার। ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের খবর জানিয়ে সাইনা লেখেন, “মাঝে মাঝে জীবন আমাদের ভিন্ন পথে নিয়ে যায়। অনেক কিছু ভেবে পারুপাল্লি কাশ্যপ এবং আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। নিজেদের জন্য এবং পরস্পরের জন্য আমরা শান্তি, বৃদ্ধি এবং নিরাময়কে বেছে নিয়েছি। যে স্মৃতিগুলো রয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আশা করি সামনের দিকে এগিয়ে যাব। এর বেশি কিছু চাই না। আমাদের বোঝার জন্য এবং গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ।”
advertisement
4/5
সাইনা আরও লিখেছেন, ‘‘আমরা একে অপরের জন্য শান্তি, উন্নতি আর সুস্থতা বেছে নিচ্ছি। এই সুন্দর স্মৃতিগুলোর জন্য আমি কৃতজ্ঞ আর ভবিষ্যতের জন্য কেবল শুভকামনাই জানাই।’’
সাইনা আরও লিখেছেন, ‘‘আমরা একে অপরের জন্য শান্তি, উন্নতি আর সুস্থতা বেছে নিচ্ছি। এই সুন্দর স্মৃতিগুলোর জন্য আমি কৃতজ্ঞ আর ভবিষ্যতের জন্য কেবল শুভকামনাই জানাই।’’
advertisement
5/5
২০১৮ সালের ১৪ ডিসেম্বর বিয়ে হয়েছিল সাইনা এবং কাশ্যপের। তারও প্রায় তিন বছর আগে থেকে দু’জনের সম্পর্ক ছিল। হায়দরাবাদে পুল্লেলা গোপীচন্দের অ্যাকাডেমিতে দু’জনেই এক সঙ্গে বড় হয়েছেন এবং ভারতীয় ব্যাডমিন্টনে রাজত্ব করেছেন।
২০১৮ সালের ১৪ ডিসেম্বর বিয়ে হয়েছিল সাইনা এবং কাশ্যপের। তারও প্রায় তিন বছর আগে থেকে দু’জনের সম্পর্ক ছিল। হায়দরাবাদে পুল্লেলা গোপীচন্দের অ্যাকাডেমিতে দু’জনেই এক সঙ্গে বড় হয়েছেন এবং ভারতীয় ব্যাডমিন্টনে রাজত্ব করেছেন।
advertisement
advertisement
advertisement