বাকি জেলাগুলি অবশ্য সময়সীমা বদল নিয়ে কিছু উল্লেখ করেনি। স্কুলের সময়সীমা বদল করার প্রয়োজন নাকি তা নিয়ে জেলাগুলি রিপোর্ট চেয়েছিল পর্ষদ। রাজ্যকে চিঠি প্রাথমিক শিক্ষা পর্ষদের। অত্যাধিক গরমে নয় জেলা দুপুরের বদলে সকালে স্কুল করতে চায়। প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য এই সিদ্ধান্তর কথা জানিয়েছে নয় জেলা। এই পরিস্থিতিতে কি সিদ্ধান্ত?
advertisement
আরও পড়ুনঃ ছোট সবজির বড় ধামাকা! ডায়াবেটিস-কোলেস্টেরলের মতো জেদি রোগের মোক্ষম দাওয়াই গরমের এই সবজি
প্রাথমিক শিক্ষা পর্ষদের চিঠি রাজ্যকে। স্কুল শিক্ষা দফতরকে প্রয়োজনীয় অ্যাডভাইজারি জারি করার আবেদন। পুরুলিয়া, ঝারগ্রাম এর মত জেলাগুলি এখনই সকাল থেকে ক্লাস করাতে চাইছে। দ্রুত রাজ্য অ্যাডভাইজারি জারি করুক। প্রাথমিক শিক্ষা পর্ষদের চিঠি রাজ্যকে। ” আমরা রাজ্যকে চিঠি দিয়েছি। কিছু জেলা দুপুরের বদলে সকালে স্কুল করাতে চায়। আশা করি শীঘ্রই সিদ্ধান্ত হবে।” বললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।
