TRENDING:

MBA Admission: এমবিএ করার সুবর্ণ সুযোগ দিচ্ছে এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানটি! জেনে রাখুন আবেদন পদ্ধতি

Last Updated:

MBA Admission: এমবিএ করতে চাইছেন? তাও আবার কোনও জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে? তাহলে আপনার হাতের সামনে রয়েছে সুবর্ণ সুযোগ। দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ এনআইটি আপনাকে সেই সুযোগ দিচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: এমবিএ করতে চাইছেন? তাও আবার কোনও জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে? তাহলে আপনার হাতের সামনে রয়েছে সুবর্ণ সুযোগ। দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ এনআইটি আপনাকে সেই সুযোগ দিচ্ছে। দু-বছরের এমবিএ প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটির তরফ থেকে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
দুর্গাপুর এনআইটি।
দুর্গাপুর এনআইটি।
advertisement

আরও পড়ুনঃ আইন ও কৃত্রিম বুদ্ধিমত্তার স্বল্পমেয়াদি কোর্স আইআইটি খড়গপুরে, আবেদন করুন এখনই 

যদি আপনিও এমন সুযোগের অপেক্ষায় ছিলেন, তাহলে জেনে রাখুন কীভাবে করতে হবে আবেদন। আবেদন করার জন্য কী যোগ্যতার প্রয়োজন রয়েছে? কীভাবে পাবেন এই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ? দেওয়া থাকলে সব তথ্য। সংস্থার তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে এমবিএ প্রোগ্রামে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে নেওয়া হবে ভর্তি। ২০২৪-২৬ শিক্ষাবর্ষের জন্য পড়ুয়ারা ভর্তি হতে পারবেন।

advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দু’বছরের এমবিএ প্রোগ্রামে শুন্য আসন রয়েছে মোট ৪৪’টি। তবে এমবিএ প্রোগ্রামে আবেদন করতে হবে অনলাইন প্রক্রিয়ায়। যারা এনআইটি থেকে এমবিএ করতে আবেদন করতে চান, তাদের অবশ্যই স্বীকৃতি কোন প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। এছাড়াও তাঁদের ২০২৩ সালের ক্যাট অর্থাৎ কমন অ্যাডমিশন টেস্ট, সিম্যাট অর্থাৎ কমন ম্যানেজমেন্ট এডমিশন টেস্ট, বা ম্যাট অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

advertisement

এনআইটি থেকে এমবিএ করতে চেয়ে আবেদন করলে দিতে হবে আবেদন মূল্য। এক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির পড়ুয়াদের জন্য ধার্য করা হয়েছে হাজার টাকা আবেদন মূল্য। অন্যদিকে এসটি, এসসি শ্রেণির পড়ুয়ারা ৫০০ টাকা মূল্যের বিনিময়ে আবেদন জানাতে পারবেন। তবে পুরো আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পূর্ণ করতে হবে। তার জন্য যেতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে এই কোর্সে ভর্তি নেওয়া হবে।

advertisement

সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট – https://nitdgp.ac.in/

এমবিএ প্রোগ্রামে আবেদন পত্র চেয়ে বিজ্ঞপ্তি – https://nitdgp.ac.in/uploads/MBA_ADMISSION_ADVT_2024-26.pdf

আবেদন মূল্য জমা দেওয়ার তথ্য –

Account Name: National Institute of Technology Durgapur

Account No. 8569101000352

Payable at Canara Bank, NIT Campus, Durgapur

(IFS Code: CNRB0008569).

বিজ্ঞপ্তিতে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির তরফ থেকে বলা হয়েছে, আগামী সাত জুন বিকেল পাঁচটার মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। তারপর ১১জুন নির্বাচিত পড়ুয়াদের নাম দেওয়া হবে সংস্থার ওয়েবসাইটে। আগামী ১৭ এবং ১৮ জুন হবে গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ। যেটি সম্পূর্ণ হবে অনলাইনের মাধ্যমে। ২৭ জুন নির্বাচিত বা ওয়েটিং এ থাকা পড়ুয়াদের নাম প্রকাশিত হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/শিক্ষা/
MBA Admission: এমবিএ করার সুবর্ণ সুযোগ দিচ্ছে এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানটি! জেনে রাখুন আবেদন পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল