আরও পড়ুন: মরশুমের প্রথম ভাঙন আতঙ্কেই মালদহে বিপন্ন ১০ হাজার
আসানসোল পুরনিগমের উদ্যোগে আসানসোল রবীন্দ্রভবনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে আসানসোল ও বার্নপুর এলাকার ৬৪ টি বিদ্যালয়ের সফল ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডের কৃতি ছাত্র-ছাত্রীরা হাজির ছিল। সেখানেই সফল ছাত্র-ছাত্রীদের হাতে বিশেষ সম্মান স্মারক তুলে দেন মেয়র।
advertisement
মেয়র বিধান উপাধ্যায় ওই অনুষ্ঠানে বলেন, বর্তমান রাজ্য সরকার পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তা করছে। আর্থিকভাবে দুর্বল পরিবারের মেধাবী পড়ুয়ারাও যাতে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে তার জন্য সরকারের নানা রকম প্রকল্প রয়েছে। দেওয়া হয় স্কলারশিপ। নারী শিক্ষার জন্যও রাজ্য সরকার অগ্রণী ভূমিকা পালন করছে। পাশাপাশি তিনি বার্তা দিয়েছেন, যারা মেধাবী পড়ুয়া, যারা পড়াশোনার মধ্যে দিয়ে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চায় তাদের পাশে সরকার সব সময় আছে।
নয়ন ঘোষ





