মৃত শিক্ষকের নাম উজ্জ্বল কুমার দাস। মঙ্গলবার সকালে তিনি নিয়মমতো স্কুলে এসে ক্লাস নেন। তবে স্থানীয় মনসা পুজোর কারণে সেদিন ছাত্রছাত্রী কম থাকায় টিফিনের পরই ছুটি হয়ে যায়। ছাত্রছাত্রীদের পাশাপাশি অধিকাংশ শিক্ষকও স্কুল থেকে বেরিয়ে যান। কিন্তু স্কুলের অফিস সংক্রান্ত কিছু কাজে উজ্জ্বলবাবু তখনও স্কুলেই ছিলেন।
রেলযাত্রীদের জন্য সুখবর! ২২আগস্ট থেকে চালু হচ্ছে নতুন লোকাল ট্রেন! কোন রুটে দেখে নিন
advertisement
গরম যতই বাড়ুক চড়চড়িয়ে বাড়বে না ইলেকট্রিক বিল! ১০০ ইউনিট কমান প্রতি মাসে! কী ভাবে? জেনে নিন ‘ট্রিক’
পরবর্তীতে সহকর্মীরা স্কুল ছাড়ার সময় তাঁর মোটরবাইক স্কুল প্রাঙ্গণে লক্ষ্য করেন। কিন্তু তাঁকে কোথাও খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। সেই সময় স্কুল ভবনের দ্বিতীয় তলার ১৮ নম্বর ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই অনুমান করা হচ্ছে। তবে কী কারণে এই মর্মান্তিক পদক্ষেপ, তা এখনও পরিষ্কার নয়। পুলিশ তদন্ত শুরু করেছে।