আরও পড়ুনঃ সেরা অভিনেতা রণবীর, সেরা ছবি 12th Fail! শেষ হাসি হাসলেন কারা? রইল বিজয়ীদের তালিকা
শিক্ষক অমিত রায়ের কথায়, উচ্চমাধ্যমিকে অংক লিখিত পরীক্ষায় মোট ৮০ নম্বরের পরীক্ষা দিতে হয়। যেখানে ১০ নম্বর থাকে মাল্টিপল চয়েজ কোশ্চেন, বাকি ৭০ নম্বর থাকে বড় প্রশ্ন। সেক্ষেত্রে প্রায় প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন থাকে। দু’নম্বর হোক কিংবা বেশি নম্বরে প্রশ্ন বিভিন্ন ক্ষেত্রে অথবা দিয়ে থাকে পরীক্ষায়। সারা বছরের পাশাপাশি পরীক্ষার আগের মুহূর্তে প্রতিটি অধ্যায় থেকে বিভিন্ন সূত্র এবং অংক অনুশীলন করা প্রয়োজন।
advertisement
প্রসঙ্গত একটি অংকের একাধিক সমাধানের উপায় থাকে। একটি শর্ট মেথড এবং অন্যটি লং প্রসেস। সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা সেই অধ্যায় এবং অংক সম্পর্কে জ্ঞান এবং অনুশীলন থাকার পর পরীক্ষা কেন্দ্রে শর্ট মেথডে অংকটি করলে সময় বাঁচানো সম্ভব।
পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে প্রথমে যেগুলো সহজ এবং দ্রুত করা সম্ভব তা করে নিতে হবে। এরপর অপেক্ষাকৃত কষ্ট অংকগুলিকে তারপর করতে হবে। সিলেবাস জেনে কোন অধ্যায় থেকে কত নম্বরে প্রশ্ন আসে এবং কোন দাগে অথবা অংক থাকে, তা বিস্তারিত জেনে পরীক্ষা কেন্দ্রে গেলে কোনও অসুবিধায় পড়তে হবে না ছাত্রছাত্রীদের।
রঞ্জন চন্দ