TRENDING:

Higher Secondary Examination 2024: সহজ কিছু নিয়ম, উচ্চ মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় মিলবে পুরো নম্বর

Last Updated:

Higher Secondary Examination 2024: শিক্ষক অমিত রায়ের কথায়, উচ্চমাধ্যমিকে অংক লিখিত পরীক্ষায় মোট ৮০ নম্বরের পরীক্ষা দিতে হয়। যেখানে ১০ নম্বর থাকে মাল্টিপল চয়েজ কোশ্চেন, বাকি ৭০ নম্বর থাকে বড় প্রশ্ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর : মাধ্যমিকের সামান্য কয়েকদিন পরেই ছাত্র জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক। ছাত্র-ছাত্রীরা বিষয়ভিত্তিক পড়াশোনা নিয়েই শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। তবে অন্যান্য বিষয়ের তুলনায় বিজ্ঞান বিভাগে অংক বেশ কঠিন। একদিকে বড় সিলেবাস অন্যদিকে বেশ কিছুদিন এগিয়ে এসেছে পরীক্ষা। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে বেশ কিছু সাজেশনের বিস্তারিত বর্ণনা দিলেন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির কুলবনি হাইস্কুলের অংক বিভাগের শিক্ষক অমিত রায়। একটি নির্দিষ্ট অধ্যায়ের একটি অংকের একটি শর্ট মেথড এবং তার লং প্রসেস তুলে ধরলেন শিক্ষক অমিত রায়।
advertisement

আরও পড়ুনঃ সেরা অভিনেতা রণবীর, সেরা ছবি 12th Fail! শেষ হাসি হাসলেন কারা? রইল বিজয়ীদের তালিকা

শিক্ষক অমিত রায়ের কথায়, উচ্চমাধ্যমিকে অংক লিখিত পরীক্ষায় মোট ৮০ নম্বরের পরীক্ষা দিতে হয়। যেখানে ১০ নম্বর থাকে মাল্টিপল চয়েজ কোশ্চেন, বাকি ৭০ নম্বর থাকে বড় প্রশ্ন। সেক্ষেত্রে প্রায় প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন থাকে। দু’নম্বর হোক কিংবা বেশি নম্বরে প্রশ্ন বিভিন্ন ক্ষেত্রে অথবা দিয়ে থাকে পরীক্ষায়। সারা বছরের পাশাপাশি পরীক্ষার আগের মুহূর্তে প্রতিটি অধ্যায় থেকে বিভিন্ন সূত্র এবং অংক অনুশীলন করা প্রয়োজন।

advertisement

প্রসঙ্গত একটি অংকের একাধিক সমাধানের উপায় থাকে। একটি শর্ট মেথড এবং অন্যটি লং প্রসেস। সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা সেই অধ্যায় এবং অংক সম্পর্কে জ্ঞান এবং অনুশীলন থাকার পর পরীক্ষা কেন্দ্রে শর্ট মেথডে অংকটি করলে সময় বাঁচানো সম্ভব।

পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে প্রথমে যেগুলো সহজ এবং দ্রুত করা সম্ভব তা করে নিতে হবে। এরপর অপেক্ষাকৃত কষ্ট অংকগুলিকে তারপর করতে হবে। সিলেবাস জেনে কোন অধ্যায় থেকে কত নম্বরে প্রশ্ন আসে এবং কোন দাগে অথবা অংক থাকে, তা বিস্তারিত জেনে পরীক্ষা কেন্দ্রে গেলে কোনও অসুবিধায় পড়তে হবে না ছাত্রছাত্রীদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Higher Secondary Examination 2024: সহজ কিছু নিয়ম, উচ্চ মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় মিলবে পুরো নম্বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল