TRENDING:

Mamata Banerjee Assures School Teachers: 'যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর দায়িত্ব সরকারের', নেতাজি ইন্ডোরের সভায় বড় ঘোষণা মমতা

Last Updated:

রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার পথেই হাঁটতে চলেছে বলেও এ দিন ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বেঁচে থাকতে তিনি যোগ্য শিক্ষকদের কারও চাকরি কেড়ে নিতে দেবেন না৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের সামনে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  তাঁর দাবি,  যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর দায়িত্ব রাজ্য সরকারের৷ যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতে তাঁর বিকল্প পরিকল্পনা তৈরি বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বলেন, ‘আমার প্ল্যান এ, বি, সি সব তৈরি৷ আপনারা নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন৷ মাথার উপরে আমরা আছি, কারও প্রতি কোনও অবিচার হবে না৷ এটা আমি কথা দিয়ে গেলাম৷’
News18
News18
advertisement

একই সঙ্গে তিনি দাবি করেছেন, সুপ্রিম কোর্ট যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা দেয়নি৷ রাজ্য সরকারকেও সেই অনুমতি দেওয়া হয়নি বলে দাবি মুখ্যমন্ত্রীর৷ সিবিআই-এর দেওয়া তথ্য অনুযায়ী আদালত রায় দিয়েছে বলেই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রায়ের আরও সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আর্জি জানাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ততদিন পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের স্কুলে গিয়ে স্বেচ্ছায় পড়ানোর পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার যোগ্য এবং অযোগ্যদের তালিকা চাইবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

advertisement

আরও পড়ুন: যোগ্যদের তালিকা দিয়ে সুপ্রিম কোর্টে নতুন আবেদন করুক রাজ্য, মমতার সামনেই দাবি তুললেন চাকরিহারা শিক্ষকরা

২৫ হাজারের বেশি শিক্ষকদের চাকরি যাওয়ার জন্য এ দিন সরাসরি সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ বিরোধীদের দিকেই দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ ২০২২ সাল থেকে এই খেলা শুরু হয়েছিল৷

advertisement

রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার পথেই হাঁটতে চলেছে বলেও এ দিন ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ বার রাজ্য সরকার এই আইনি লড়াইয়ে কোন আইনজীবীদের নিয়োগ করবে, সেই তালিকাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Mamata Banerjee Assures School Teachers: 'যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর দায়িত্ব সরকারের', নেতাজি ইন্ডোরের সভায় বড় ঘোষণা মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল