মুখ্যমন্ত্রী বলেন, 'যাঁরা বাংলায় বাস করেন, অ্যান্ডার গ্র্যাজুয়েট পড়াশোনা শেষ করেছেন, তাঁরা এই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন৷ পলিটেকনিক, আইটিআই বা সমতুল্য কোর্সের পড়ুয়াদেরও গণ্য করা হবে৷' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইন্টার্নশিপে সুযোগ পাওয়ার জন্য অন্তত ষাট শতাংশ নম্বর পেতে হবে৷
বছরে ৬ হাজার করে ইন্টার্ন নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এঁদের সরকারি স্কিমগুলির সঙ্গে পরিচয় করানো হবে৷ আগামী দিনের জন্য সামাজিক সেবার কাজ শিখবে৷' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা ইন্টার্নশিপ করবেন তাঁদের পাঁচ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে৷ যাঁরা এক বছর ভাল কাজ করবেন, তাঁদেরকে পরের বছরও রেখে দেওয়া হবে৷ সর্বাধিক চল্লিশ বছর বয়স পর্যন্ত ইন্টার্নশিপের জন্য আবেদন করা যাবে৷
advertisement
আরও পড়ুন: অষ্টম শ্রেণি থেকে ফের খুলছে স্কুল, নবান্নে বড় ঘোষণা মমতার
মুখ্যমন্ত্রী জানান, অনলাইনেই ইন্টার্নশিপের জন্য আবেদন করা যাবে৷ মুখ্যসচিবের নেতৃত্বে সিলেকশন বোর্ড থাকবে৷ শিক্ষা দফতরের সঙ্গে সমন্বয় রেখে এই প্রকল্প চালানো হবে৷ যাঁরা এক বছর সুযোগ পাবেন না, তাঁদের পরের বছর সুযোগ দেওয়া হবে৷
আরও পড়ুন: রাজ্যে জারি থাকছে নাইট কার্ফু! সংক্রমণ কমতেই কমানো হল সময়সীমা...
যাঁরা ইন্টার্নশিপ করবেন, তাঁদের রাজ্য সরকারি অফিস, রাজ্য সরকারি অধিগৃহীত বিভিন্ন সংস্থার অফিস, ব্লক অফিস, সাব ডিভিশন অফিস এবং জেলা স্তরের অফিসে নিয়োগ করা হবে৷ ইন্টার্নশিপ শেষ হলে সার্টিফিকেট দেওয়া হবে৷
মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, রাজ্য সরকার জয় হিন্দ বাহিনীও তৈরি করবে৷ শিলিগুড়ি, জঙ্গলমহল, ব্যারাকপুর এবং কলকাতা- এই চারটি জোনে ভাগ করে বিভিন্ন জেলার ছেলেমেয়েদের এই বাহিনীতে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, 'উন্নততর মানুষ তৈরি করার লক্ষ্য আমাদের৷' নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দকে সম্মান জানিয়ে রাজ্য সরকার এই নতুন দুই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷