bengali.news18.comএ। এ ছাড়াও পর্ষদের ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পড়ুয়ারা।
wbresults.nic.inএবং wbbse.wb.gov.inএই ওয়েব সাইটগুলিতে গিয়ে নিজের রেজাল্ট জানা যাবে। ফল জানা যাবে মোবাইল অ্যাপ এবং এসএমএস-র মাধ্যমেও৷ ওয়েবসাইট ছাড়াও আপনি ফল দেখতে পারবেন – এসএমএস করতে হবে WB10
advertisement
আরও পড়ুন: আজ মাধ্যমিকের ফল প্রকাশ, নজরে মেধাতালিকা, কোন জেলা শীর্ষে?
উল্লেখ্য, করোনা অতিমারিতে বিঘ্নিত হওয়ার দীর্ঘ দুই বছর পর ২০২২ সালে অফলাইন পরীক্ষা হয় মাধ্যমিকের। প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী এ বার অংশ নিয়েছেন মাধ্যমিকে। ফল ঘোষণা হলে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট wbbse.wb.gov.inথেকে এবংbengali.news18.com থেকে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রসঙ্গত, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫০ হাজারেরও বেশি অর্থাৎ রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী।
দু’বছর বাদে আজ ফের মেধা তালিকা প্রকাশিত হচ্ছে। স্বাভাবিকভাবেই পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে যথেষ্টই উদ্দীপনা রয়েছে ফলাফল নিয়ে। এ দিকে, ২০২৩-এ মাধ্যমিক পরীক্ষা কবে হবে? তা নিয়ে আজ মাধ্যমিকের ফল প্রকাশের দিন পরীক্ষার সূচি ঘোষণার সম্ভাবনা পর্ষদের। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে আগামী বছরের পরীক্ষার সূচি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দফতরের কাছে। পর্ষদ সূত্রে খবর, সূচি অনুমোদিত হলেই আজই সাংবাদিক সম্মেলনে তা ঘোষণা করা হতে পারে।