Madhyamik Results 2022: আজ মাধ্যমিকের ফল প্রকাশ, নজরে মেধাতালিকা, কোন জেলা শীর্ষে?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Madhyamik Results 2022: আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা কবে হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই প্রস্তাবিত সূচি পাঠানো হয়েছে শিক্ষা দফতরে। অনুমোদন এলে আজই পরীক্ষার সূচি ঘোষণা করে দেওয়া হতে পারে পর্ষদের তরফে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: আজ, শুক্রবার সকাল ৯ টায় মাধ্যমিকের ফল প্রকাশ। ফল প্রকাশে এবার নজরে থাকবে প্রথম ১০ স্থান পর্যন্ত মেধা তালিকা (Madhyamik Results 2022)। কোন জেলা থেকে কৃতি ছাত্র-ছাত্রীরা সবথেকে বেশি মেধাতালিকায় স্থান করে নিচ্ছে সেদিকেই এবার ন’জর। ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে সকাল ১০টা থেকে ৷ রেজাল্ট জানতে দেখুন News18 Bangla-র ওয়েবসাইট ৷
advertisement
দু’বছর বাদে ফের মেধা তালিকা ঘোষণা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি ২০২৩-এ মাধ্যমিক পরীক্ষা কবে হবে? তা নিয়ে আজ মাধ্যমিকের ফল প্রকাশের দিন পরীক্ষার সূচি ঘোষণার সম্ভাবনা পর্ষদের। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে আগামী বছরের পরীক্ষার সূচি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দফতরের কাছে। পর্ষদ সূত্রে খবর, সূচি অনুমোদিত হলেই আজই সাংবাদিক সম্মেলনে তা ঘোষণা করা হতে পারে।
advertisement
সে ক্ষেত্রে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু করতে চায় পর্ষদ। ২০২২-এর তুলনায় পরীক্ষার সময়সীমা খানিকটা এগিয়ে আনতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। করোনা পরিস্থিতির আগে মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝি বা চতুর্থ সপ্তাহ থেকেই শুরু হতো। এবারের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরীক্ষা হলেও পরের বছর সেই সময়সীমাতেই ফিরিয়ে আনতে চায় পর্ষদ। আজ সকাল ন'টায় আনুষ্ঠানিকভাবে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সেক্ষেত্রে ফল প্রকাশের পাশাপাশি নজর থাকবে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচির দিকেও।
advertisement
প্রসঙ্গত, আগামী বছর পূর্ণ সিলেবাসের উপরেই মাধ্যমিক পরীক্ষা হবে তা ইতিমধ্যেই নিশ্চিত করে দিয়েছে পর্ষদ। শুধু তাই নয়, বিস্তারিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার ইতিমধ্যেই দিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এ বছর ১১ লক্ষ ২৬ হাজারের বেশি পরীক্ষার্থী আবেদন করেছিলেন মাধ্যমিক পরীক্ষার জন্য। পর্ষদ সূত্রে খবর তার মধ্যে প্রায় ১১ লাখের কাছাকাছি পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। আজই ফল প্রকাশের সময় তা স্পষ্ট হবে। জেলার একাধিক স্কুল অবশ্য পরীক্ষা চলাকালীন দাবি করেছিল অনেক ছাত্র-ছাত্রী পরীক্ষার জন্য আবেদন করলেও পরীক্ষা দিতে আসেননি। সে ক্ষেত্রে আবেদনের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমতে পারে প্রায় ৩০ হাজারের সামান্য বেশি বলেই পর্ষদ সূত্রের খবর। সকাল দশটার পর থেকেই ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। আজই স্কুল গুলি থেকে সার্টিফিকেট ও মার্কশিট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।
Location :
First Published :
June 03, 2022 7:43 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhyamik Results 2022: আজ মাধ্যমিকের ফল প্রকাশ, নজরে মেধাতালিকা, কোন জেলা শীর্ষে?