মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৪, West Bengal Madhyamik Result 2024
WBBSE Madhyamik Result 2024 Today : আজ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ, সহজে-সরাসরি রেজাল্ট দেখতে ক্লিক করুন এখানে
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৪-এ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখের সামান্য বেশি। গত সোমবারই অবশ্য ফল প্রকাশের সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়৷
advertisement
মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী, পরীক্ষার ৯০ দিনের মাথাতেই প্রকাশ করতে হয় মাধ্যমিকের ফলাফল৷ ১২ মে ৯০ দিনের সেই সময়সীমা শেষ হচ্ছিল। মাধ্যমিকের ফলাফল যে তার আগেই বের করা হবে, তা মনে করছিলেন অনেকেই৷
এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। মূল বিষয়ের যাবতীয় পরীক্ষা ১০ ফেব্রুয়ারি মিটে গিয়েছিল। আর ঐচ্ছিক বিষয়ের (অপশনাল ইলেকটিভ সাবজেক্ট) পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। অর্থাৎ, পরীক্ষা শেষ হওয়ার ৮১ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ। ২০২৩ সালে ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত চলেছিল। আর ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ৮৮ দিনের মাথায় মাধ্যমিকের ফলাফল প্রকাশ করেছিল পর্ষদ।
পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, wbresults.nic.in ও www.wbbse.wb.gov.in — অফিশিয়াল এই ওয়েবসাইটগুলি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন রেজাল্ট। এছাড়া, রেজাল্ট প্রকাশের দিনই নিজের নিজের স্কুল থেকে রেজাল্ট পাবে ছাত্রছাত্রীরা৷
এছাড়াও, নিউজ ১৮ বাংলার ওয়েবসাইটে এক ক্লিকেই নিজেদের রেজাল্ট দেখতে ও ডাউনলোড করতে পারবেন এ বছরের ৮.৭৬ লক্ষ পরীক্ষার্থী। ফলাফল প্রকাশের দিন ঘোষণার পরই ধাপে ধাপে সেই প্রক্রিয়া জানানো হবে। লোকসভা নির্বাচনের জন্য এবছর বেশ কিছুটা এগিয়ে আনা হয় মাধ্যমিক পরীক্ষা।