আরও পড়ুনঃ ৪০০-য় ৪০০! আইএসসিতে সম্ভাব্য প্রথম কলকাতার সৃজনী, দেশজুড়ে বাঙালিনীর জয়জয়কার
২০২৫-এর মেধা তালিকায় ১০ তম স্থান পর্যন্ত ৬৬ জন আছেন। প্রথম স্থানে- ১ জন। প্রথম হয়েছে অদৃত সরকার, উত্তর দিনাজপুরের। দ্বিতীয় স্থানে- ২ জন। তৃতীয় স্থানে- ১ জন। চতুর্থ স্থানে- ২ জন।পঞ্চম স্থানে- ৪ জন। ষষ্ঠ স্থানে- ৫ জন। সপ্তম স্থানে-৫ জন। অষ্টম স্থানে- ১৬ জন। নবম স্থানে- ১৪ জন। দশম-১৬ জন।
advertisement
আরও পড়ুনঃ ঠান্ডা জল খেলেই হুড়মড়িয়ে বাড়বে ওজন? কী বলছেন বিশেষজ্ঞ! জানুন ওজন কমানোর এই ‘সহজ’ টিপস
২০২৪ সালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৮৩.৩১%। ২০২৪ সালে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া। এবার পুরনো বছরের তথ্যের দিকে তাকালে, ২০২৩ সালে পরীক্ষার্থী ছিল ৬,৩৭,১০৫ জন। পাশ করেছে ৫,৪৮,৯০৯ জন।