ISC WB Topper: ৪০০-য় ৪০০! আইএসসিতে সম্ভাব্য প্রথম কলকাতার সৃজনী, দেশজুড়ে বাঙালিনীর জয়জয়কার

Last Updated:

ISC WB Topper: আইএসসিতে (ISC) প্রথম কলকাতার মেয়ে সৃজনী। সৃজনীর প্রাপ্ত নম্বর ৪০০ তে ৪০০। রিজেন্ট পার্কের ফিউচার ফাউন্ডেশন স্কুলের পড়ুয়া সৃজনী। দ্বাদশে পদার্থবিদ্যা, গণিত এবং রসায়নের পাশাপাশি ইংরেজি ছিল আবশ্যিক বিষয়। প্রতিটিতেই তাঁর প্রাপ্ত নম্বর ১০০-এ ১০০।

আইএসসিতে সম্ভাব্য প্রথম কলকাতার সৃজনী
আইএসসিতে সম্ভাব্য প্রথম কলকাতার সৃজনী
কলকাতাঃ আইএসসিতে (ISC) প্রথম কলকাতার মেয়ে সৃজনী। সৃজনীর প্রাপ্ত নম্বর ৪০০ তে ৪০০। রিজেন্ট পার্কের ফিউচার ফাউন্ডেশন স্কুলের পড়ুয়া সৃজনী। দ্বাদশে পদার্থবিদ্যা, গণিত এবং রসায়নের পাশাপাশি ইংরেজি ছিল আবশ্যিক বিষয়। প্রতিটিতেই তাঁর প্রাপ্ত নম্বর ১০০-এ ১০০।
সৃজনী জানান, ‘পরীক্ষা ভাল হয়েছিল। সায়েন্সের সব বিষয় নিয়ে নিশ্চিন্ত ছিলাম কিন্তু ইংরেজি নিয়ে একটু সংশয় ছিল। এতটা ভাল ফলাফল হবে ভাবিনি।’ সৃজনীর কোনও পদবি দেননি তাঁর অভিভাবক। খুবই প্রগতিশীল বাড়িতে বড় হয়ছেন। তাঁর মা গুরুদাস কলেজের ইতিহাস শিক্ষিকা এবং বাবা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতার গণিতের অধ্যাপক।
advertisement
advertisement
সৃজনী বলেন, ‘পড়াশোনার কোনও নির্দিষ্ট রুটিন ছিল না। দ্বাদশ শ্রেণীর প্রথম দিন থেকেই খুবই মন দিয়ে পড়াশোনা করেছি। আমি বাবার মতো গণিত অথবা পদার্থবিদ্যা-র মতো বেসিক সায়েন্স-এ গবেষণা করতে চাই। আমার পরের মাসে আইআইএসসি বেঙ্গালুরুর পরীক্ষা আছে। সেটাই আমার ফার্স্ট চয়েজ। তাছাড়া, আইআইএসইআর বা আইএসআই কলকাতা-র পরীক্ষাগুলোও আমি দেব।’
শুধু পড়াশোনা নয়, ছোট থেকেই দিদির সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে শিখেছে নাচ। সৃজনী বলেন, ‘সারাদিন পড়াশোনা পর ডিনার টাইমে বাবা-মায়ের সঙ্গে আড্ডা মারতাম। আমি বাবা, মা, দিদি তিনজনই প্রতিদিন ডিনারের সময় কোনও না কোনও ওয়েব সিরিজ বা সিনেমা দেখতাম। তবে, সেটা ২০-৩০ মিনিটের জন‍্য। সারাদিন বসে পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেল ছাদে গান শুনতে শুনতে হাঁটতাম।’
advertisement
তবে, ক্লাস ১২-এর প্রথমেই সব সোশ‍্যাল মিডিয়া ফোন থেকে আনইন্সটল করে দিয়েছিল সৃজনী। তাঁর কথায়, ‘জীবনে কিছু পেতে গেলে কিছু ছাড়তে হবে।’ তাঁর এই ফলাফলের জন‍্য তাঁর বাবা-মা, দিদি এবং স্কুলকে ধন‍্যবাদ জানিয়েছেন সৃজনী।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
ISC WB Topper: ৪০০-য় ৪০০! আইএসসিতে সম্ভাব্য প্রথম কলকাতার সৃজনী, দেশজুড়ে বাঙালিনীর জয়জয়কার
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement