TRENDING:

Mamata Banerjee on madhyamik result: 'যারা আজ ভাল ফল করতে পারোনি... হতাশ হয়ো না', সকল পরীক্ষার্থীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Last Updated:

শুক্রবার, ২ মে সকাল ৯টায় ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায়। পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা ভাল ফল করতে পারেননি, তাঁদের উদ্দেশ্যে বললেন, 'হতাশ হয়ো না।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ৭০ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিক ২০২৫-  এর ফলাফল।  শুক্রবার, ২ মে সকাল ৯টায় ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায়। পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা ভাল ফল করতে পারেননি, তাঁদের উদ্দেশ্যে বললেন, ‘হতাশ হয়ো না।’
সকল পরীক্ষার্থীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর
সকল পরীক্ষার্থীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর
advertisement

এদিন ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন! আগামীদিনে তোমরা আরো সফল হবে – এই প্রত্যাশা আমি রাখি। তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে, আমি তোমাদের বাবা-মা, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁদের সমর্থন ও পথনির্দেশই তোমাদের এই সাফল্যকে সম্ভব করে তুলেছে। যারা আজ ভালো ফল করতে পারোনি তাদের বলব: হতাশ হয়ো না। চেষ্টা করো। আগামীদিনে সাফল্য আসবেই। তোমাদের সকলকে আরো একবার আমার প্রাণভরা আশীর্বাদ ও শুভকামনা জানাই। ভালো থেকো সকলে।’

advertisement

advertisement

আরও পড়ুন: ঠান্ডা জল খেলেই হুড়মড়িয়ে বাড়বে ওজন? কী বলছেন বিশেষজ্ঞ! জানুন ওজন কমানোর এই ‘সহজ’ টিপস

আরও পড়ুন: ৪০০-য় ৪০০! আইএসসিতে সম্ভাব্য প্রথম কলকাতার সৃজনী, দেশজুড়ে বাঙালিনীর জয়জয়কার

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এবারের মাধ্যমিকে প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। দ্বিতীয় স্থানে রয়েছে দু’জন। মালদহ রামকৃষ্ণমিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস এবং বিষ্ণুপুর হাইস্কুল বাঁকুড়ার সৌম্য পাল (৯৯৪)। তৃতীয় স্থানে কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্র ঈশানী চক্রবর্তী, তার প্রাপ্ত নম্বর ৬৯৩। মাধ্যমিকের মেধাতালিকায় স্থান করে নিয়েছে মোট ৬৬ পড়ুয়া। প্রথম স্থানে- ১ জন, দ্বিতীয় স্থানে- ২ জন, তৃতীয় স্থানে- ১ জন, চতুর্থ স্থানে- ২ জন, পঞ্চম স্থানে- ৪ জন, ষষ্ঠ স্থানে- ৫ জন, সপ্তম স্থানে-৫ জন, অষ্টম স্থানে- ১৬ জন, নবম স্থানে- ১৪ জন, দশম-১৬ জন।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Mamata Banerjee on madhyamik result: 'যারা আজ ভাল ফল করতে পারোনি... হতাশ হয়ো না', সকল পরীক্ষার্থীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল