TRENDING:

Madhyamik Result 2024: ক্যানসারও বাধা হতে পারেনি! মাধ্যমিকে চমক শৈবালের, চোখে চিকিৎসক হওয়ার স্বপ্ন

Last Updated:

Madhyamik Result 2024: ঠিক মতো খাওয়া-দাওয়া করতে পারে না। মাঝেমধ্যেই জ্বর। কিন্তু এই সমস্ত কিছুই পড়াশোনায় বাধা হতে পারেনি। সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে মাধ্যমিকে উত্তীর্ণ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর উচ্চ বিদ্যালের ছাত্র শৈবাল মূর্মূ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: মনে অদম্য জেদ ও সাহস থাকলে যেকোনও বাধাকেই যে জয় করা যায়, সে কথাই আবারও প্রমাণ করে দেখাল ক্যানসার আক্রান্ত মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র শৈবাল মুর্মু। বোন ক্যানসারে আক্রান্ত শৈবাল। পায়ে ভীষণ ব্যথা। ঠিক মতো খাওয়া-দাওয়া করতে পারে না। মাঝেমধ্যেই জ্বর। কিন্তু এই সমস্ত কিছুই পড়াশোনায় বাধা হতে পারেনি। সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে মাধ্যমিকে উত্তীর্ণ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর উচ্চ বিদ্যালের ছাত্র শৈবাল মূর্মূ।
advertisement

মাধ্যমিকে শৈবালের প্রাপ্ত নম্বর ৪৯৪। বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সে। বাঁ পায়ের হাটুর নিচে মারণ কর্কট রোগ বাসা বেঁধেছে। তবুও সব বাধা অতিক্রম করে মনের জোরে এবং বাবা- মা, স্কুলের শিক্ষকদের প্রেরণায় মাধ্যমিকে সকলের নজর কেড়েছে সে। বাবা গোপাল মূর্মূ হাই স্কুলের শিক্ষক, মা সেফালী সোরেন গৃহবধূ। তাদের বাড়ি ইসলামপুরের দেশবন্ধু পাড়ায়।

advertisement

আরও পড়ুন: পুষ্টিবিদ্যাকে পেশা করতে চান! উচ্চমাধ্যমিকের পর কী পড়তে হবে, জেনে নিন

আরও পড়ুন: শরীরের ক্যানসারের বাস! মারণ রোগের সঙ্গে লড়াই করে মাধ্যমিক পাশ রাখির

advertisement

মা  বলেন, “গত বছর জুন মাসে আমরা জানতে পারি ছেলের বাঁ পায়ের হাটুর নিচের হাড়ে ক্যানসার বাসা বেঁধেছে। তখন অনেকটা ভয় পেয়েছিলাম। ছেলের সাহস দেখেই আমরা সাহস পাই।” মনে ইচ্ছাশক্তি থাকলে মারণ ব্যাধিও যে লেখাপড়া শেখার বাসনাকে দমিয়ে দিতে পারে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত হল শৈবাল।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

পিয়া গুপ্তা

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Result 2024: ক্যানসারও বাধা হতে পারেনি! মাধ্যমিকে চমক শৈবালের, চোখে চিকিৎসক হওয়ার স্বপ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল