TRENDING:

২৩ শতাংশ অকৃতকার্য, মেধা তালিকায় শূন্য জলপাইগুড়ি! কেন এই শোচনীয় ফল?

Last Updated:

Madhyamik Result 2025: ব্যর্থতার তালিকায় শীর্ষ স্থানে এই জেলা! সদ্য প্রকাশিত মাধ্যমিক রেজাল্টে জলপাইগুড়ির মাধ্যমিকের ফল হতাশাজনক। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: ব্যর্থতার তালিকায় শীর্ষ স্থানে এই জেলা! সদ্য প্রকাশিত মাধ্যমিক রেজাল্টে জলপাইগুড়ির মাধ্যমিকের ফল হতাশাজনক। নেই মেধা তালিকায় স্থান, দায় ঝেড়েই স্কুলদের কাঠগড়ায় তুললেন ডি আই। টানা দু’ বছর ধরে রাজ্য মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে একটিও নাম নেই জলপাইগুড়ির। এবার তো পরিস্থিতি আরও হতাশাজনক— পরীক্ষার্থীর প্রায় ২৩ শতাংশ অকৃতকার্য! সংখ্যাটা চোখ কপালে তোলার মতো।
advertisement

গরিব পাকিস্তানের সেনাবাহিনী বড়লোক! যুদ্ধ করতে হয় না তবু ‘কাঁড়ি কাঁড়ি’ টাকা জেনারেলদের! কী করে জানেন?

এই গাছগুলো ভুল করেও বাড়ির চারপাশে লাগাবেন না! সাপ ডেকে আনে, হয়ে উঠবে ‘নাগরাজের বাসা’!

এই ফল প্রকাশের পরই ফের উঠেছে প্রশ্ন— কোথায় গড়বড়?পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রকাশিত তথ্যে উঠে এসেছে, ২০২৫ সালে জলপাইগুড়ি জেলা থেকে মাধ্যমিক দিয়েছে ২৩ হাজারের বেশি পরীক্ষার্থী। তাদের মধ্যে ২২.৯১% ছাত্র ও ২৬.০৪% ছাত্রী ফেল করেছে। পরপর এমন খারাপ ফলাফলে জেলা জুড়ে উদ্বেগ বেড়েছে অভিভাবক মহল থেকে শিক্ষা সচেতনদের মধ্যে। এই খারাপ ফলাফলের দায় কি শুধুই ছাত্রছাত্রীদের?

advertisement

ফ্রিজে জমছে বরফের স্তূপ? করুন এই ‘ছোট্ট’ কাজ…! বার বার পরিষ্কারের ঝামেলা থেকে মুক্তি সহজেই!

জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর (ডি আই) বালিকা গোলে অবশ্য আঙুল তুললেন স্কুলগুলোর দিকেই। তাঁর মন্তব্য, “মেধা তালিকায় জলপাইগুড়ির নাম ফেরাতে স্কুলগুলিকে আরও বেশি উদ্যোগী হতে হবে।” তবে শিক্ষকদের একাংশের মতে, শুধু স্কুলকে দোষ দিয়ে দায় এড়ানো যাবে না। অভিভাবকদের সচেতনতা, পরিকাঠামোর অভাব, পর্যাপ্ত শিক্ষক না থাকা— এই সবই এক একটি বড় কারণ।

advertisement

সবচেয়ে উদ্বেগের বিষয়, এক সময়ের সম্ভাবনাময় জেলা জলপাইগুড়ি আজ রাজ্যের প্রায় পেছনের সারিতে। ২০২৩ পর্যন্ত মাঝে মাঝে জেলার ১-২ জন মেধাতালিকায় থাকলেও ২০২৪ এবং ২০২৫ সালে একজনও নেই। এই ধস থেকে জলপাইগুড়িকে ঘুরিয়ে আনতে এখনই প্রয়োজন শিক্ষায় সামগ্রিক সংস্কার— কেবল দোষারোপ নয়, চাই সম্মিলিত পদক্ষেপ।

সেরা ভিডিও

আরও দেখুন
বিপ্লবীরা এখানে তৈরি করতেন স্বাধীনতার রণনীতি, আজ সেই মন্দিরই ভক্তিপীঠ, মা কালীর অর্চনা হয়
আরও দেখুন

সুরজিৎ দে 

বাংলা খবর/ খবর/শিক্ষা/
২৩ শতাংশ অকৃতকার্য, মেধা তালিকায় শূন্য জলপাইগুড়ি! কেন এই শোচনীয় ফল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল