TRENDING:

Madhyamik Examination: এবার জেলায় জেলায় ব্লকে ব্লকে চালু হবে কন্ট্রোল রুম, মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় নির্দেশ নবান্নের

Last Updated:

কন্ট্রোল রুমের নম্বরগুলি যাতে ছাত্রছাত্রীরা জানতে পারে, সেই বিষয়েও প্রচার কর্মসূচি করতে হবে জেলাগুলিকে। ইতিমধ্যেই জেলাশাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: মাধ্যমিক পরীক্ষা নিয়ে এবার জেলায় জেলায় বড় নির্দেশ দিল নবান্ন। প্রত্যেকটি জেলায় জেলায় কন্ট্রোলরুম চালু করার নির্দেশ দেওয়া হল নবান্নর পক্ষ থেকে। ইতিমধ্যেই এই নিয়ে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
এবার জেলায় জেলায় ব্লকে ব্লকে চালু হবে কন্ট্রোল রুম, মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় নির্দেশ নবান্নের
এবার জেলায় জেলায় ব্লকে ব্লকে চালু হবে কন্ট্রোল রুম, মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় নির্দেশ নবান্নের
advertisement

নবান্ন সূত্রে খবর, জেলা স্তরের কন্ট্রোল রুম চালু করার পাশাপাশি মহকুমা স্তর ও ব্লক স্তরেও কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, জেলাশাসক, মহকুমা শাসক এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসারদের চালু করতে হবে মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে কন্ট্রোল রুম। পাশাপাশি স্কুল শিক্ষা দফতরের অধীনে থাকা জেলার স্কুল, বিদ্যালয় পরিদর্শকদেরও চালু করতে হবে কন্ট্রোল রুম। মূলত কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে মাধ্যমিক পরীক্ষা নিয়ে। তার জন্যই এই কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে রাজ্যকে। তাই আজকের মধ্যেই যাতে কন্ট্রোলরুম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। এর পাশাপাশি যে কন্ট্রোল রুমগুলি চালু করা হবে, সেই কন্ট্রোল রুমের নম্বরগুলিও ছাত্রছাত্রীদের মধ্যে প্রচারে আনতে হবে। যাতে ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকরা এই কন্ট্রোল রুমের নম্বরগুলি জানতে পারেন। এই বিষয়েও প্রয়োজনীয় নির্দেশিকা নবান্ন দিয়েছে জেলাগুলিকে।

advertisement

আরও পড়ুন- উত্তর দিনাজপুর জেলায় একই দিনে পরপর তিনটি মিছিল মমতার, শুরু লোকসভা নির্বাচনের প্রচার

অন্যদিকে পরীক্ষা শুরুর দু’ঘণ্টা আগেই শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে হবে। পরীক্ষার সময়সীমা এগিয়ে আসার দরুন শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢোকার সময়সীমা এগিয়ে আনা হয়েছে। পর্ষদের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে, সকাল ৮ টা-র মধ্যেই শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে হবে। ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন সকাল সাড়ে আটটার পর থেকে। জেলায় জেলায় এই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল আটটার পর শিক্ষক-শিক্ষিকারা স্কুলে ঢুকলে সেই রিপোর্ট পর্ষদকে পাঠাতে হবে বলেও নির্দেশিকা জানিয়েছে বোর্ড। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের কন্ট্রোল রুম চালু করা হয়েছে ইতিমধ্যেই। পর্ষদের তরফে জানানো হয়েছে ২৬ জানুয়ারি সকাল ১১টা থেকেই পর্ষদের কন্ট্রোল রুম চালু করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। পর্ষদের তরফে জানানো হয়েছে ২৪ ঘণ্টা ব্যাপী চালু থাকবে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বরগুলি হল ০৩৩ ২৩৫৯-২২৭৭, ২৩২১-৩৮৪৪।

advertisement

আরও পড়ুন– হাওয়া বদল; পূবালী হাওয়ায় রাতের তাপমাত্রা বাড়ল রাজ্যে, আজ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু

কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতে ও ২৪ ঘণ্টা ব্যাপী কন্ট্রোল রুম চালু থাকবে। বর্ধমানের কন্ট্রোল রুমের নম্বরটি হল ৯১৪৭১৩৫৭৪৭, মেদিনীপুরের কন্ট্রোল রুমের নম্বরটি হল ৯১৪৭১৩৫৭৫২, উত্তরবঙ্গের কন্ট্রোল রুমের নম্বর হল ৯১৪৭১৩৫৭৪৮। পরীক্ষা সংক্রান্ত যেকোনও সমস্যা নিয়ে এই কন্ট্রোল রুমে ফোন করতে পারবেন ছাত্রছাত্রীরা। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার সময়সীমা এবার এগিয়ে এনেছে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ৯.৪৫ থেকে দুপুর ১টা পর্যন্ত হবে মাধ্যমিক পরীক্ষা। প্রসঙ্গত  উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে স্কুলগুলিতে নেওয়া যাবে স্কুলের পরীক্ষাও। এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষাও নিতে পারবেন ওই দিনগুলিতে। এই মর্মে রাজ্যজুড়ে স্কুলে স্কুলে নির্দেশিকা দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

advertisement

আরও পড়ুন– দুয়ারে সরকার পরিষেবা দেওয়ার ডেডলাইন দিল নবান্ন, বড় নির্দেশ জেলায় জেলায়

ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা এগিয়ে আনা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি অপরিবর্তিত রাখা হলেও পরীক্ষা শুরুর সময়সীমা এগিয়ে আনার ব্যাপারে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর ১২ টার পরিবর্তে সকাল ৯.৪৫ মিনিট থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলতি বছরের। রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করে গত বৃহস্পতিবারই এই নির্দেশিকা দিয়েছে সংসদ। এর সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সম্প্রতি নির্দেশিকা দিয়ে জানিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা যেহেতু এগিয়ে আনা হয়েছে, সেক্ষেত্রে স্কুলগুলি একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পরীক্ষাও নিতে পারবে। দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা নিতে পারবে। প্রসঙ্গত এতদিন ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা থাকত সকাল ১০টা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত। তারপর স্কুলগুলি একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা নিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিন্তু চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই সময়সীমার পরিবর্তন করে দুপুর ১২টা থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নয়। কিন্তু তারপর সম্প্রতি রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করে সেই সময়সীমা এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্কুলগুলিকে জানিয়েছে স্কুলগুলি প্রয়োজন মনে করলে ওই দিনগুলিতে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা নিতে পারবেন। প্রসঙ্গত স্কুলগুলি তাদের নিজেদের স্কুলেই এই বার্ষিক পরীক্ষা নেয় ছাত্র-ছাত্রীদের। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণী বার্ষিক পরীক্ষার নম্বর স্কুল থেকে চেয়ে নেয়। তবে এ বছর এখনও পর্যন্ত বার্ষিক পরীক্ষার নম্বর স্কুলগুলি থেকে চাওয়া হবে নাকি? তা নিয়ে কোনও অবস্থান নেয়নি সংসদ। প্রসঙ্গত উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার সময়সীমা এগিয়ে আনা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। অন্যদিকে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Examination: এবার জেলায় জেলায় ব্লকে ব্লকে চালু হবে কন্ট্রোল রুম, মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় নির্দেশ নবান্নের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল