Mamata Banerjee: উত্তর দিনাজপুর জেলায় একই দিনে পরপর তিনটি মিছিল মমতার, শুরু লোকসভা নির্বাচনের প্রচার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
মঙ্গলবার তিনটি রাজনৈতিক কর্মসূচি করার পাশাপাশি দুটি সরকারি সভাতেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, ইসলামপুর: লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজবংশী ভোট ফিরে পেতে একাধিক কৌশল নিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই কোচবিহারে ২০০ টি স্কুলকে রাজবংশী ভাষায় পড়ার স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার। এবার উত্তর দিনাজপুর জেলাতেও বড় চমক দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি একই দিনে উত্তর দিনাজপুর জেলায় পরপর তিনটি রাজনৈতিক কর্মসূচি আজ, মঙ্গলবার করতে চলেছেন তিনি।
আজ, মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপরায় প্রায় এক কিলোমিটার জুড়ে পদযাত্রা বা মিছিল করবেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে সামনে রেখে এই মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সূত্রের খবর। এদিন সকাল ১১টা নাগাদ উত্তরকন্যা থেকে রওনা দিয়ে হেলিকপ্টারে করে চোপড়ায় পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চোপড়ায় মিছিল করার পর সড়কপথে ইসলামপুর যাবেন মুখ্যমন্ত্রী। ইসলামপুর পৌঁছে সেখানেও দেড় কিলোমিটার পদযাত্রা বা মিছিল করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মূলত শহর অঞ্চলেই এই মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই জানা গিয়েছে। ইসলামপুরের মিছিল করার পর হেলিকপ্টারে করে তিনি সোজা পৌঁছে যাবেন রায়গঞ্জ।
advertisement
advertisement
রায়গঞ্জ শহরের মধ্যে প্রায় এক কিলোমিটার পদযাত্রা বা মিছিল করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোট তিনটি মিছিল কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে সামনে রেখে এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রায়গঞ্জে সরকারি সভায় যোগদান করার পর হেলিকপ্টারে করে সোজা পৌঁছবেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। বালুরঘাটেও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর। এদিন রাতে বালুরঘাটেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদহ ও মুর্শিদাবাদ জেলাতেও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত সোমবারই উত্তর দিনাজপুরে চোপড়ায় ন্যায় যাত্রা করেছেন রাহুল গান্ধি।
advertisement
ইতিমধ্যেই কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে সামনে রেখে আগামী ২ ফেব্রুয়ারি থেকে ফের ধরনায় বসার সিদ্ধান্ত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আম্বেদকর মূর্তির নীচের পাদদেশে এই ধর্না কর্মসূচি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১ তারিখ পর্যন্ত কেন্দ্রকে সময়সীমাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের কাজের টাকা-সহ কেন্দ্রের থেকে প্রাপ্য বকেয়া মেটানোর জন্য। আর তার আগেই উত্তর দিনাজপুর জেলা জুড়ে এবার রাজনৈতিক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Islampur,Uttar Dinajpur,West Bengal
First Published :
January 30, 2024 9:15 AM IST